যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। বারুইপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সৃজন। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের ১১৮ নম্বর বুথ, বেলেগাছিতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাঁকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। সৃজনের অভিযোগ ছিল, বুথের ১০০মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত ছিল। তিনি জমায়েত সরানোর নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে মারতেও উদ্যত হন। সিপিএম প্রার্থী সৃজন পুলিশকে পুরো বিষয়টি অবগত করেন ও পুলিশকে এ নিয়ে নজর দিতে বলেন ৷
Related Posts
গত ৩-৪ দিন ধরে বৃষ্টি নেই ঝাড়খণ্ডে, তবুও ডিভিসি থেকে জল ছাড়া অব্যাহত, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৃত্যু বেড়ে ২৮, ক্ষুব্ধ মমতা
দক্ষিণবঙ্গে বৃষ্টি আর নেই। ঝাড়খণ্ডেও গত ৩-৪ দিন ধরে বর্ষণ বন্ধ। দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও আগের থেকে কমেছে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার। বিশেষ করে হুগলি ও হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা (হুগলির আরামবাগ মহকুমা, হাওড়ার আমতা-উদয়নারায়ণপুর) ও দুই মেদিনীপুরে ঘাটাল, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকার হাল […]
বাগডোগরাকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার
উত্তরবঙ্গের উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নরেন্দ্র মোদি সরকার। এবার বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিল তারা। এর ফলে বাগডোগরা বিমানবন্দর থেকে যে কোনও বিমান সংস্থা আন্তর্জাতিক বিমান চালাতে পারবে। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহল।ভারতীয় বায়ুসেনার অধীনস্থ বাগডোগরা বিমানবন্দর এতদিন সেনার অনুমতি নিয়ে নাগরিক উড্ডয়নের […]
জলপাইগুড়িতে মানসিক ভারসাম্যহীন মূক-বধিরকে ধর্ষণের অভিযোগ, গর্ভবতী যুবতী
যুবতী মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির। পরিবারের অভিযোগ, যুবতীকে ধর্ষনের। জানা গিয়েছে তিনি গর্ভবতী। ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট চা বাগান। জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁর পরিবারের সদস্যরা বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বেশকিছু পরীক্ষার পর নিশ্চিত করেন, ২১ সপ্তাহের গর্ভবতী। এর পরই রবিবার সকালে মেয়েটির দাদা ও বানারহাট চা বাগানের বেশ কিছু […]