অবশেষে খোঁজ মিলল বিজেপি সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার স্ত্রীয়ের চুরি যাওয়া গাড়িটির। বারণসী থেকে নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে খোয়া যায় মল্লিকা নাড্ডা ফরচুনা এসইউভি গাড়িটি। গাড়িটিকে ওই দিন সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন চালক। পরে যখন আনতে যান তখন সেটির খোঁজ পাননি। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগপত্রে চালক উল্লেখ করেছেন যে গাড়িটি সার্ভিস সেন্টার পৌঁছে দিয়ে বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। পরে সার্ভিস সেন্টারে এসে দেখে গাড়িটি সেখানে নেই। মল্লিকা নাড্ডার গাড়ির চালকের অভিযোগ পাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফে একটি মামলা দায়ের করে গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়। জেরা করা হয় সার্ভিস সেন্টারের কর্মীদেরও। ওই দিন গাড়ির চালক যোগিন্দর সিং অভিযোগ দায়ের করেন। এরপরই নাড্ডার স্ত্রীয়ের খোয়া যাওয়া গাড়িটির খোঁজে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শাহিদ ও সিভাং ত্রিপাঠী নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন ফরিদাবাদের কাছে বদকালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে গাড়িটি চুরি করতে আগে থেকে ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। প্রথম দুই অভিযুক্ত একটি ক্রেটা গাড়িতে করে গোবিন্দপুরী এলাকায় পৌঁছয়। নাড্ডার স্ত্রীয়ের SUV চুরি করার পর যাতে ধরা না পড়ে তার জন্য় গাড়ির নম্বর প্লেটও বদলে দেয় তারা। তারপর তারা বদকালের দিকে গাড়িটিকে নিয়ে যায় তারা। গাড়িটি আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফরচুনারটিকে নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছিল। উল্লেখ্য, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতে গাড়ি চুরি ঘটনা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে সবথেকে বেশি গাড়ি চুরির ঘটনা ঘটেছে দিল্লিতে
Related Posts
২৯ জুন থেকে শুরু অমরনাথ যাত্রা
কাশ্মীরে অবস্থিত অমরনাথ বছরে মাত্র দুইবার ভক্তদের জন্য খুলে যায়। শের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার পুণ্যার্থী অমরনাথে মহাদেবের দর্শনে যান। এবারও চলতি মাসেই শুরু হবে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এবার অমরনাথ যাত্রা শুরু হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগের মতো এবারও ২৯ জুন থেকে শুরু […]
জুতো খুলে কেন ঢুকতে হবে?’ গুজরাতের হাসপাতালে এমারজেন্সি রুমে কর্মরত ডাক্তারকে মারধর !
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই বিজেপি শাসিত গুজরাতের একটি হাসপাতালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এমারজেন্সি রুমে প্রবেশের আগে রোগীর পরিবারের সদস্যদের জুতো খুলে রাখতে বলায় সেখানে কর্মরত এক চিকিৎসক-কে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার, ভাবনগরের সিহোর এলাকার একটি বেসরকারী হাসপাতালে। মাথায় আঘাত […]
বিজেপি প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ২, কাঠগড়ায় বৃজভূষণ সরণ সিংয়ের ছেলে করণভূষণ
ফের বিতর্কে বিজেপি সাংসদ বৃজভূষণ সরণ সিং। তবে এবার সরাসরি তিনি নন, এবার তাঁর ছেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান বৃজভূষণ সরণ সিংয়ের ছেলে এবং চলতি লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। দুর্ঘটনার পরই প্রতিবাদে সরব হন […]