চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টিকে স্পিকারের পদ বা কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রকের বদলে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস। নীতীশ কুমারকে স্পিকারের পদ বা গুরুত্বপূর্ণ মন্ত্রকের বদলে ২০২৫-এ বিজেপি-জেডিইউ জোট ক্ষমতায় এলে ফের মুখ্যমন্ত্রীর গদির প্রতিশ্রুতি। মূলত এই কৌশলেই এনডিএ সরকারের দুই প্রধান শরিক তেলুগু দেশম পার্টি ও জেডিইউ-কে একটি করে পূর্ণমন্ত্রীর পদ ও তিনটি ‘কম গুরুত্বের’ মন্ত্রক দিয়ে সন্তুষ্ট রেখেছে বিজেপি। তেলুগু দেশম সূত্রের বক্তব্য, চন্দ্রবাবু এনডিএ জোট ছেড়ে এখনই ইন্ডিয়া মঞ্চে যোগ দিতে চান না। কারণ ইন্ডিয়া মঞ্চ কত দিন অটুট থাকবে, তা নিয়ে তাঁর মনে সংশয় রয়েছে। তা ছাড়া অন্ধ্রের বিধানসভা ভোটে তেলুগু দেশম, বিজেপি, জনসেনা পার্টি জোট বেঁধে লড়েছিল। এখন জোট ভাঙলে চন্দ্রবাবুর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তার বদলে তিনি অন্ধ্রে তেলুগু দেশমের শক্তি বাড়িয়ে পুত্র নরা লোকেশের হাতে রাজনৈতিক উত্তরাধিকার তুলে দিতে চাইছেন। তেলুগু দেশম থেকে রামমোহন নায়ডুকে বিমান মন্ত্রক ছেড়েছে বিজেপি। আজ বিমানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রামমোহন বলেছেন, তেলুগু দেশম এতে অখুশি বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। বিমান মন্ত্রকে যথেষ্ট কাজের সুযোগ রয়েছে।
Related Posts
তিরুপতির লাড্ডু বিতর্কে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক তুঙ্গে। লাড্ডুতে গোরু এবং শুয়োরের চর্বি মেশানোর গুরুতর অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তাঁর বক্তব্যে সিলমোহর পড়ে কেন্দ্রের ল্যাব রিপোর্টে। মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলা করেছেন এক আইনজীবী। মামলাকারীর অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের রীতি লঙ্ঘন […]
‘আর্থিক সাহায্য আর বিমা এক নয়!’ অগ্নিবীর ইস্যু নিয়ে ফের সরব রাহুল গান্ধি
ফের একবার নিহত অগ্নিবীরের পরিবারের আর্থিক সাহায্য নিয়ে সরব রাহুল গান্ধি। সরকারের উদ্দেশে ফের আক্রমণ শানিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কর্মরত অবস্থায় নিহত অগ্নিবীরদের এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। রাহুলের যুক্তি, জীবন বিমা বাবদ প্রাপ্ত টাকাকে কেন্দ্র আর্থিক সাহায্য বলে দেখাতে চাইছে। অগ্নিবীর নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে […]
মণিপুরের ১১টি কেন্দ্রে ফের চলছে ভোটগ্রহণ
কড়া নিরাপত্তার মধ্যে মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১৯ তারিখের প্রথম পর্যায়ের ভোটের দিন মণিপুরের বেশকিছু কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল ৷ সেই সব কেন্দ্রে এদিন পুনঃনির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুর লোকসভা কেন্দ্রে […]