শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। বুধবার সকালে তীব্র কম্পনে কেঁপে ওঠে পূর্ব তাইওয়ান। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন। ওই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানে। মার্কিন ভূমিকম্প গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী হুলিয়ান শহর থেকেস প্রশান্ত মহাসাগরের ২৫ কিলোমিটার ভেতরে ওই কম্পনের উত্সস্থল ছিল। ভূমকম্পের পর আফটার শকের মাত্রাও ছিল রিখটার স্কেলের ৬ এর কাছাকাছি। এর জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আপাতত বন্ধ করা হয় মেট্রো রেল চলাচল। পর অবশ্য তা চালু কর দেওয়া হয়। গত ২৫ বছর এত তীব্র ভূমিকম্প হয়নি তাইওয়ানে। তাওয়ান দমকল বাহিনীর এক কর্তা বলেন, হুলিয়ান শহরের মোট ২৬টি বাড়ি হয় হেলে পড়েছে নয়তো ধসে গিয়েছে। আপটার শকগুলির মাত্রা ছিল রিখচার স্কেলের ৬.৫।
Related Posts
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে ৬.৬
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পশ্চিম পাপুয়ায় আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থার তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৬। জাকার্তার সময় সকাল ৭টা বেজে ২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে স্থানীয়দের। তীব্র মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে খবর।
রাশিয়ার গির্জায় হামলা, বন্দুকবাজদের গুলিতে পুলিশ সহ নিহত ১৫
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে এখনও চলছে। সেই আবহে তিন মাসের মাথায় ফের রাশিয়ার অভ্যন্তরে চলল সন্ত্রাসী হামলা। দেশটির বেশকয়েকটি ধর্মীয় উপাসনালয় ও পুলিশকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনায় পাদরি-সহ কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১২জন। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, পুলিশের গুলিতে ৬ বন্দুকধারী নিহত […]