মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবে না।’ কংগ্রেস পর্যন্ত এই বুথফেরত সমীক্ষাকে ‘সরকারি’ বলে কটাক্ষ করেছে। মমতা আরও বলেছেন, ‘এই চিত্রনাট্য আগে থেকেই তৈরি করা ছিল। এরপর দেখবেন সোমবার শেয়ারবাজার চাঙ্গা হবে। কিন্তু দলের কর্মীদের এসব এক্সিট পোলে গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং স্ট্রং রুমে আরও কড়া পাহারা দিতে হবে। গণনাতেও সবদিক ঠিকমতো নজর রাখতে হবে। ভাঁওতাবাজরা জব্দ হবেই।’ এই তথ্যকে সামনে রেখেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠমহলে বলেছেন, ‘এক্সিট পোল একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে। ৪ তারিখের জন্য আমাদের অপেক্ষা। দলের কর্মীদের বলব, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই এক্সিট পোলের অঙ্ক।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশের দাবি, এদিন অন্তত ১৫০ জন জেলাশাসককে ফোন করেছেন শাহ। তাঁদের ভয় দেখানো হচ্ছে। বুথফেরত সমীক্ষা ইস্যুতে জয়রামের সাফ কথা, ‘৪ জুন যাঁর গদিচ্যুত হওয়া একরকম নিশ্চিত, তিনি এই এক্সিট পোল ম্যানেজ করেছেন। বিদায়ী প্রধানমন্ত্রী এই তিন দিন নিশ্চিন্ত থাকতে পারেন। এসব মনস্তাস্ত্বিক খেলা।’
Related Posts
দুর্গাপুজো নিয়ে অপপ্রচার নয়, যারা নেবে না বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হোক: মুখ্যমন্ত্রী
আরজিকর-কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবি রাজ্য উত্তাল। এই ঘটনার জেরে রাজ্য সরকারের পুজোর অনুদান না নেওয়ার কথা জানিয়েছে কয়েকটি পুজো কমিটি। এ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যে সব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া […]
তৃতীয় দফা নির্বাচনের আগে ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে জোড়া কর্মসূচি
তৃতীয় দফা নির্বাচনের ঠিক আগের দিন আজ বঙ্গে জোড়া কর্মসূচি অমিত শাহর। প্রথমে কৃষ্ণনগরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো এবং পরে দুর্গাপুরের তিলক ময়দানে দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন শাহ। গতকাল রাতে দুর্গাপুরে পৌঁছেই সুকান্ত মজুমদার ও অন্য নেতৃত্বের কাছে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজ নেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, গত লোকসভার জেতা আসনগুলির একটি […]
‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন’, ক্ষোভ প্রকাশ অভিষেকের
জলপাইগুড়িতে সাম্প্রতিক ঝড়ে ভেঙে গিয়েছে বেশকিছু বাড়ি। আর সেই বাড়িগুলি তৈরি করতে অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই অনুমতি দেওয়া হল না। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়ে দেন অভিষেক। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, […]