প্রথমে রাজভবনের মহিলাকর্মীর ‘শ্লীলতাহানি’, তারপর নৃত্যশিল্লীকে ‘ধর্ষণ’! কলকাতায় এবার পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্লোগান উঠল, ‘সেম,সেম’। আরও অস্বস্তিতে রাজ্য়পাল। শ্লীলতাহানি’ কাণ্ডের মধ্যেই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘ধর্ষণে’র রিপোর্ট জমা পড়েছে নবান্নে। লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য় তাঁকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল। এরপর হোটেল গিয়ে ওই মহিলাকে নাকি ধর্ষণ করেন! এর আগে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক মহিলা কর্মী। এদিন হাজরা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে যান রাজ্যপাল। হাসপাতাল থেকে যখন বেরোচ্ছিলেন, তখন যৌন হেনস্তার অভিযোগে প্রতিবাদে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া।
Related Posts
২ সেপ্টেম্বর বিধানসভায় পেশ হতে পারে ধর্ষণ বিরোধী বিল!
বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাব মন্ত্রিসভায়। বিধানসভায় পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা । সূত্রের খবর, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল। প্রসঙ্গত, আরজি করের ঘটনার আবহে শুরু থেকেই […]
আরজি কর হাসপাতাল নিয়ে মন্তব্যের জের, মুখপাত্র পদ থেকে সরানো হল শান্তনু সেনকে
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। আর তারই প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্যের সব সরকারি হাসপাতালে। সেই আন্দোলনের মাঝেই মাঝরাতে আরজি কর হাসপাতালে হামলা হয়ে গেল। আর এই ঘটনায় অপরাধীদের ধরতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এই আবহে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে […]
আরজিকর কাণ্ডে এবার DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে তলব সিবিআইয়ের
আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। সিবিআই-এর স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে তলব করেছে বলে সূত্রের খবর। গত ১৪ অগাস্ট সারা রাজ্যেজুড়ে […]