প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার ক্ষেত্রে ভারত আরেকটি বড় সাফল্য অর্জন করল। আসলে, ভারতীয় নৌসেনা সাবমেরিন বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা করেছে। এই মিসাইল সিস্টেমটি শুধুমাত্র নৌবাহিনীর জন্য ডিআরডিও তৈরি করেছে। ভারতীয় নৌসেনা বুধবার ওড়িশার বালাসোরে উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট) মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি ক্যানিস্টার ভিত্তিক মিসাইল সিস্টেম যা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। SMART মিসাইল যুদ্ধজাহাজের পাশাপাশি উপকূলীয় এলাকা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় বাতাসে তার বেশিরভাগ উড্ডয়ন সম্পন্ন করে এবং তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর পরে, টর্পেডোটি মিসাইল থেকে মুক্তি পাবে এবং পানির নিচের লক্ষ্যবস্তুতে আঘাত করবে। টর্পেডো হল একটি সিগার-আকৃতির অস্ত্র, যা সাবমেরিন, যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়। এই টর্পেডো তার লক্ষ্যের সংস্পর্শে আসার সাথে সাথেই বিস্ফোরণ ঘটায়। নৌবাহিনীতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্তির পর নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সাবমেরিন বিরোধী যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।
Related Posts
দিল্লি তীব্র জলসঙ্কট, অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন আপ মন্ত্রী আতিশী মারলেনা
তীব্র জলসঙ্কটে ভুগছেন দিল্লিবাসী। ইতিমধ্যেই রাজধানীর জলসমস্যা মেটাতে হরিয়ানাকে প্রতিদিন ১০০ মিলিয়ন গ্যালন জল ছাড়ার অনুরোধ করেছে দিল্লির আপ সরকার। এবার সেই বিষয়ে হরিয়ানার বিজেপি সরকারের উপর চাপ তৈরির কৌশল নিল আপ শিবির। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসলেন মন্ত্রী আতিশী মারলেনা। তিনি ছাড়াও অনশন মঞ্চে উপস্থিত রয়েছেন কেজরিওয়াল-পত্নী সুনীতা, আপ নেতা সঞ্জয় সিং সহ দলের […]
অমিত শাহর ভিডিও মামলায় নোটিশ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে রেভান্থ রেড্ডিকে, মোবাইল জমা দেওয়ার নির্দেশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এডিটেড ভিডিও মামলায় এবার নোটিশ পাঠানো হল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে। দিল্লি পুলিশের তরফে সোমবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। অমিত শাহর ফেক ভিডিয়ো অর্থাৎ এডিটেড ভিডিও প্রকাশ মামলার জেরেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। তাঁকে নিজের মোবাইল ফোন দিল্লি পুলিশের কাছে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ১ মে […]
লাদাখে চিন সীমান্তের কাছে নদী পারাপারের সময় হড়পা বানে ভেসে গিয়ে নিহত ৫ জওয়ান
লাদাখে সীমান্তের একেবারে কাছে টি-৭২ ট্যাঙ্ক সহ এক নদী পারাপারের সময় ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর উঠে এল। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, যাঁরা ভেসে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৪ জওয়ান ও একজন জুনিয়ার কমিশনড অফিসার। জানা গিয়েছে, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পরে জানানো হয়েছে, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। লাদাখে চিন সীমান্তের কাছে […]