শুটিং শুরু বরুণ-জাহ্নবীর ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-র

আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর । ‘বাওয়াল’-এর পর তাঁদের দ্বিতীয় ছবির নাম আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। ছবির নাম “সানি সংস্কারী কি তুলসি কুমারী’। শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবিতে বরুণ, জাহ্নবী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রোহিত সুরেশ সরফ, অক্ষয় ওবেরয়, মণীশ পাল-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের।

error: Content is protected !!