মুক্তি পেল জিৎ-এর ‘বুমেরাং’-এর টিজার

ঈদে এসছিল জিৎ-এর আগামী ছবি ‘বুমেরাং’-এর ফার্স্ট লুক পোস্টার। আর নববর্ষের পূণ্যলগ্নে এল ছবির টিজার। সৌভিক কুন্ডি পরিচালিত এই ছবিতে সুপারস্টার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। ছবির শ্যুটিঙেই আনা হয়েছিল ফিউচারিস্টিক বাইক। শুধু বাইকই নয়, এই ছবিতে প্রথমবার ব্যবহার করা হয়েছে সিনেবট ক্যামেরা। আগেই ছবির পোস্টার দেখেছিল দর্শকরা। সেখানে বলিউডের হিরোদের মতো সুপার বাইক নিয়ে

মধ্য আকাশে উড়তে দেখা গেছিল জিৎ-কে। এবার সেই ছবিই ধরা দিল টিজারে। প্রথমবার সুপারবাইকের অভিজ্ঞতা বাংলা সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। রুক্মিনীকে এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রোবটিক চরিত্রে এই প্রথমবার ধরা দিলেন তিনি। টিজার দেখে বুঝতে অসুবিধা নেই যে রুক্মিনী যে রোবটের চরিত্রে অবিনয় করছেন তা আসলে জিৎ-এর চরিত্র সমর সেন-এরই আবিস্কার। তাঁর এক স্বপ্ন এই আবিস্কার। তবে সম্পর্ক না স্বপ্ন কী বেছে নেবে সমর সেন, তা জানতে দেখতে হবে এই সিনেমা। চলতি বছরের ৭ জুন মুক্তি পাবে এই সিনেমা।

error: Content is protected !!