লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন মামলায় ইডির হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ৷ তিনি আদালতে বলেন, “যদি, সিংকে জামিনে মুক্তি দেওয়া হয়, তাহলে এজেন্সির কোনও আপত্তি নেই ৷” বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এদিন সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর করে ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে, জামিনের শর্তাবলী এই মামলার শুনানি যে আদালতে হচ্ছে, সেখানেই নির্ধারণ করা হবে ৷ এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ইডি যে ছাড়গুলি দিয়েছে, তা চূড়ান্ত হিসেবে কখনই মানা হবে না ৷ তাই সঞ্জয় সিং তাঁর রাজনৈতিক কার্যকলাপ জারি রাখতে পারবেন ৷ তবে, এই মামলা নিয়ে সঞ্জয় সিং প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না বলে স্পষ্ট করে দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷ উল্লেখ্য, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে 2023 সালের 4 অক্টোবর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷
Related Posts
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বাংলায় আবাস যোজনা ও একশোর দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপ্রকাশ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। শেষপর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যসভায় যেদিন বাজেট পরিবেশন করা হয়, তখন বলছিলেন, ১০ বছর ধরে বাংলার আমরা হাজার হাজার কোটি […]
তৃণমূলের একুশের মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব
কুশের মঞ্চে সবথেকে বড় চমক দিতে চলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ শরিক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আগামিকাল, রবিবার একুশের মঞ্চে উপস্থিত থাকবেন । এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আগামিকালই তিনি কলকাতায় পৌঁছবেন । কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি তিনি […]
ভারতে মিলল প্রথম মাঙ্কিপক্সের হদিস, আক্রান্ত ১
ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তদের খোঁজে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। কন্টাক্ট ট্রেসিংএর […]