আরজি কর কাণ্ডের পরেই চিকিৎসা পরিষেবা শিঁকেয় তুলে দেশ জুড়ে কর্মবিরতিতে নেমে পড়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জিতেও কর্মবিরতি প্রত্যাহার করেননি তারা। কিন্তু আজ বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নিতেই সুড়সুড় করে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন তাঁরা। অবশেষে, এইমস দিল্লির রেসিডেন্ট ডাক্তাররা স্ট্রাইক প্রত্যাহার করলেন। সুপ্রিম কোর্টের আশ্বাসের পর এইমস দিল্লির রেসিডেন্ট ডাক্তাররা এই সিদ্ধান্ত নেন। আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে উত্তাল সারা দেশ। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল কাণ্ডের মামলার শুনানির দ্বিতীয় দিন ছিল। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শুনানির দ্বিতীয় দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “১৩ দিন ধরে এমসের চিকিৎসকেরা কাজ করছেন না। তাঁদের বলব, দয়া করে কাজে ফিরুন। আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না আমরা তা নিশ্চিত করব।” চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “ওষুধ আর বিচারব্যবস্থা ধর্মঘট করতে পারে না। আমরা কি কাজ বন্ধ করে সুপ্রিম কোর্টের বাইরে বসে যেতে পারি?” শুরুতেই সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টকে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্টটি পড়েন।
Related Posts
মুম্বইয়ের টাইমস টাওয়ারে ৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আজ সকালে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় হঠাৎই আগুন লেগে যায়। যদিও ঠিক কি থেকে আগুন সেটা এখনও জানা যায় নি। এটি একটি সাত তলা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় টাইমস টাওয়ারের এই বানিজ্যিক ভবনে। লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডে প্রাথমিকভাবে আগুন লাগলেও […]
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক
এবার কলকাতায় বিমানে বোমাতঙ্ক । কলকাতা থেকে পুনে যাওয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক। বিমান নম্বর আই৫-৩১৯। জানা গিয়েছে, শতাধিক যাত্রী ছিলেন ওই বিমানে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে নামিয়ে আনা হয়েছে। তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে একজন সন্ধেভাজনকে। এর আগে, এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি আসে […]
ওয়েনাডে জাতীয় বিপর্যয় হয়েছে, সংসদে দাবি করলেন রাহুল গান্ধি
ওয়েনাড বিপর্যয় দেখেছে। প্রচুর মানুষের হাহাকার শুনেছে। অনেক জীবন কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি ওয়েনাড ঘুরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা এসে কথা বলেছিলেন অসহায় মানুষের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। আর এবার ওয়েনাডের এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রর কাছে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে […]