২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত ২২ এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ যার অর্থ, আপাতত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে৷ তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য বলে প্রমাণিত হলে তাঁদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক ফেরত দিতে হবে৷ অযোগ্য বলে চিহ্নিত চাকরি প্রাপকদেরও আপাতত ১২ শতাংশ সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে না৷ আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি৷ ওই দিনই এই মামলার চূড়ান্ত রায়দান করবে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট এ দিন নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে, এসএসসি যদি যোগ্য অযোগ্যদের বিভাজন করতে পারে, তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয়৷ পাশাপাশি, প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে তার অভিঘাত অনস্বীকার্য বলেও স্বীকার করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি পদাধিকারিকদের প্রয়োজনে হেফাজতে নিতে হবে সিবিআই-কে৷ শীর্ষ আদালত এ দিন জানিয়েছে, সিবিআই এসএসসি সমস্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টের নির্দেশিত তদন্তে কাউকে গ্রেফতার করা যাবেনা। তিন মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ নির্দেশ দেওয়ার আগে এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, ‘আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন , এখানে আমরা সবাই বিচার ব্যবস্থার অঙ্গ। ফলে আমাদের সেই শৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ ভাবে শুনানি সম্ভব হচ্ছে না।’ প্রধান বিচারপতির মন্তব্য, ‘আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, আমরা এই মামলা নিয়ে ভাবছি’। পরবর্তী শুনানি ১৬ জুলাই।
Related Posts
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কর বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ করল কেন্দ্র, সবার উপরে যোগীর রাজ্য
ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল মোদি সরকার। সোমবার জুন মাসের করের টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১০,৫১৩.৪৬ কোটি টাকা। সব থেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ। রাজ্যগুলিকে কেন্দ্র করের ভাগ দেয়। একে […]
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা, মৃত রোগী
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে, দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে ১৮ বছর বয়সি এক যুবক। […]
ভুট্টা, বাঁশ থেকে স্টোন চিপ, পরিবহণ বাড়াছে উত্তর পূর্ব সীমান্ত রেল
বিভিন্ন শ্রেণির গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৪-এর জুন মাসে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে। গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে কাটিহার ডিভিশনের অন্তর্গত আদিনা স্টেশনটি ০৩-০৬-২০২৪ তারিখ থেকে অন্তর্মুখী কয়লা ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। রঙিয়া ডিভিশনের অন্তর্গত তাতিবাহার স্টেশনটি […]