ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারক, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী, আধিকারিকদের বর্ধিত বেতনের টাকা দিচ্ছে না দেশের ১৮টি রাজ্য- এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে৷ এই মর্মে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছিল ন্যাশনাল জাজেস অ্যাসোসিয়েশন৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে সওয়াল করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়ে দিলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বকেয়া টাকা দিয়ে দিয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এ দিন শুনানির সময়ে এজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ৷ তাঁদের সামনেই বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘সোমবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে মেটানো হয়েছে টাকা৷ পাশাপাশি নতুন বকেয়া সংক্রান্ত বিল হাতে পাওয়ার চার সপ্তাহের মধ্যেই মেটানো হবে টাকা- এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷’ এ নিয়ে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে হলফনামাও পেশ করা হয়৷ রাজ্যের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে উল্লেখ করে বকেয়া সংক্রান্ত পাঠানো বিল পাওয়ার পরেই তার পরিপ্রেক্ষিতে মেটানো হবে টাকা- শীর্ষ আদালতকে জানান দ্বিবেদী৷ পশ্চিমবঙ্গ সরকারের এই অবস্থানে সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷
Related Posts
শেষ পর্যন্ত কালীঘাটে শুরু হল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক
শেষ পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুরু হল বহু প্রতীক্ষিত বৈঠক৷ এর আগে নবান্ন এবং গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বৈঠক না করেই ফিরে আসতে হয়েছিল জুনিয়র চিকিৎসকদের৷ তবে তৃতীয় বারের চেষ্টায় বরফ গলল৷ সূত্রের খবর, আজ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুরু হয়েছে রাজ্য সরকারের বৈঠক৷ আলোচনায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী […]
নবান্ন অভিযানে অনুমতি কলকাতা হাইকোর্টের, রাজ্যের আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজের পথে নামা এবং আরজি কর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলেই দেখেছেন। এই আবহে এবার মঙ্গলবার শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেটা নিয়ে রাজ্য সরকারের […]
শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, মরদেহ পৌঁছল আলিমুদ্দিনে, শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা
প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হল আলিমুদ্দিনে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দীনেশ মজুমদার ভবনে। আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন বাম নেতা, কর্মী সমর্থকেরা। শ্রদ্ধা জানালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতারা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রকাশ […]