লোকসভার দ্বিতীয় দফার ভোটদানের চার দিন পর ভোট পড়ার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করে নির্বাচন কমিশন। এনিয়ে একযোগ সরব হয়েছিল বিরোধীরা। শুধু তাই নয় অসম্পূর্ণ পরিসংখ্যান প্রকাশের অভিযোগও তোলা হয়। শুধু তাই নয়, আরও অভিযোগ করা হয়, ভোটদানের দিনের পরিস্যাংন ও চূড়ান্ত পরিসংখ্যানের মধ্যে ৬ শতাংশ ফারাক কেন তা নিয়েও প্রশ্ন তুলে দেওয়া হয়। এনিয় মামলা ওঠা সুপ্রিম কোর্ট। শুক্রবার এনিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার ওই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে ভোটের পরিসংখ্যান প্রকাশের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে আজ জানিয়ে দেওয়া হয়েছে চতুর্থ দফা ভোট শেষের ৪৮ ঘণ্টার মধ্যে ভোট দানের চূড়ান্ত হার নির্বাচন কমিশনকে জানাতে হবে।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভোটের দিন বিকেল পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল তা ওই দিনই প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে সেই ভোট পড়ার চূড়ান্ত হিসেব প্রকাশ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় খুব বেশ হেরফের হচ্ছে না। কিন্তু এভার প্রায় ৬ শতাংশ ভোটের ফারাকের কথা বলছে বিরোধীরা। তাদের অভিযোগ যেখানে কম ভোট পড়েছে সেখানে চূড়ান্ত হিসেবে ভোটের পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশ করা পরিসংখ্যান নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ মন্তব্য করেছিলেন, প্রথম দফার ভোটের ১১ দিন ও দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর ভোটের পরিসংখ্য়ান প্রকাশ করা হল, এ এই প্রথম হল।
Related Posts
মুম্বইয়ে UPSC-র ছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ছুঁড়ে লুটপাট চালালো দুই দুষ্কৃতি
UPSC-র প্রস্তুতি নিচ্ছেন এক ছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ছুড়ে ছিনতাইয়ের ঘটনা। দুই চোর প্রথমে মেয়েটির গায়ে দাহ্য পদার্থ ছুড়ে পরে তার ল্যাপটপ লুট করে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বসবাসকারী এই তরুণী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে কল্যাণ পূর্বের পার্কিং এলাকায়, যেখানে অভিযুক্তরা মেয়েটিকে একা পেয়ে দাহ্য পদার্থ ছুড়ে ফেলে এবং তার ল্যাপটপ চুরি করে। এ […]
ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী আজ শপথ নেবেন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অন্ধ্রপ্রদেশের পর ওড়িশা বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মনোনীত মোহন চরণ মাঝির শপথ গ্রহণের সাক্ষী হবে। চারবারের বিধায়ক মোহন মাঝি মঙ্গলবার বিজেপি বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। 52 বছর বয়সী এই নেতা উপকূলীয় রাজ্যের একজন বিশিষ্ট উপজাতীয় মুখ। কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা তার ডেপুটি হিসেবে থাকবেন। বুধবার বিকেল ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র […]
উত্তরপ্রদেশে গণধর্ষণের পর আত্মহত্যা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
আর জি কর, উত্তরাখণ্ড, বদলাপুর, অসম। একের পর এক ধর্ষণ, যৌননিগ্রহের ঘটনায় দেশের নানা প্রান্তে জারি বিক্ষোভ। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ৩জনের বিরুদ্ধে। পরে লজ্জায় আত্মহত্যা করে ওই নির্যাতিতা। এই ঘটনায় মারাত্মক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিসের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার দাবি, প্রথমে পুলিস গণধর্ষণের মামলাই দায়ের করতে চায়নি। মূল ঘটনা […]