‘ন্যায় ফর SSR জন আন্দোলন’ শুরু করলেন প্রয়াত অভিনেতার দিদি

‘ন্যায় ফর এসএসআর জন আন্দোলন’ শুরু করলেন সুশান্ত সিং  রাজপুতের দিদি শ্বেতা সি কীর্তি। সুশান্তের মৃত্যুর পিছনে কী কারণ, সে বিষয়ে কারণ খুঁজতেই এবার ফের ভাইয়ের হয়ে বিচার চাইলেন শ্বেতা সিং কীর্তি। পাশাপাশি সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে এবার যাতে সিবিআই তদন্ত হয়, সেই দাবিও করেন প্রয়াত অভিনেতার দিদি। নিজের সোশ্যাল হ্যান্ডেল স্বেতা শিং কীর্তি সুশান্তের মৃত্যুর তদন্ত দাবি করে ‘ন্যায় ফর এসএসআর জন আন্দোলন’ নামে একটি ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে সুশান্তের দিদিকে সমর্থন জানাতে শুরু করেন অসংখ্য মানুষ। তবে এই প্রথম নয়, যখন সুশান্তের মৃত্যু নিয়ে সুর চড়ালেন তাঁর দিদি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভাইয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের আর্জি জানান এসএসআর-এর দিদি। এবারও তাঁকে দেখা যায়, সুশান্তের হয়ে গলা ফাটাতে।

error: Content is protected !!