‘ন্যায় ফর এসএসআর জন আন্দোলন’ শুরু করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সি কীর্তি। সুশান্তের মৃত্যুর পিছনে কী কারণ, সে বিষয়ে কারণ খুঁজতেই এবার ফের ভাইয়ের হয়ে বিচার চাইলেন শ্বেতা সিং কীর্তি। পাশাপাশি সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে এবার যাতে সিবিআই তদন্ত হয়, সেই দাবিও করেন প্রয়াত অভিনেতার দিদি। নিজের সোশ্যাল হ্যান্ডেল স্বেতা শিং কীর্তি সুশান্তের মৃত্যুর তদন্ত দাবি করে ‘ন্যায় ফর এসএসআর জন আন্দোলন’ নামে একটি ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে সুশান্তের দিদিকে সমর্থন জানাতে শুরু করেন অসংখ্য মানুষ। তবে এই প্রথম নয়, যখন সুশান্তের মৃত্যু নিয়ে সুর চড়ালেন তাঁর দিদি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভাইয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের আর্জি জানান এসএসআর-এর দিদি। এবারও তাঁকে দেখা যায়, সুশান্তের হয়ে গলা ফাটাতে।
Related Posts
হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়
হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। সূত্রের খবর, আচমকা বুকে অস্বস্তি শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় ৭৯ বছর বয়সী অভিনেত্রীকে। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিনেত্রীর ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাফি হয়েছে। রক্তপরীক্ষাও হয়েছে। ড. এসবি রায়, ড. সুস্মিতা দেবনাথ এবং ড. পি.কে মিত্রর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ১৬ বছর বয়সে রুপোলি পর্দার জগতে পা […]
বহুদিন পর বড় পর্দায় প্রীতি জিন্টা, শুরু হল ‘লাহোর ১৯৪৭’ এর শ্যুটিং
বহুদিন পর বড় পর্দায় আসতে চলেছেন প্রীতি জিনতা। আসন্ন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সানি দেওলের সঙ্গে দেখা যাবে প্রীতিকে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দুজনেই। সানি ও প্রীতিকে এর আগে ‘দ্য হিরো’, ‘ফার্জ’ এবং ‘ভাইয়া জি […]
সলমান খানের বাড়িতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার গুজরাত থেকে দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সলমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও।মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি […]