প্রয়াত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি

প্রয়াত হলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুশীলকুমার মোদি। বয়স হয়েছিল ৭২ বছর। গত এক মাস ধরে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমস-এর আইসিইউ বিভাগে। সোমবার রাতে তাঁর প্রয়াণ সংবাদ জানানো হয় বিহার বিজেপি-র তরফে। বিহারে বিজেপি-র অন্যতম মুখ ছিলেন এই রাজনীতিক। অসুস্থতার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগেই জানিয়েছিলেন। গত ৩ এপ্রিল তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘গত ৬ মাস আমি লড়াই করছি কর্কটরোগের সঙ্গে। এখন এটা জনসাধারণকে জানানোর সময় হয়েছে বলে মনে করি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে কিছু করার মতো অবস্থায় আমি সক্ষম নই। আমি প্রধানমন্ত্রীকে সব জানিয়েছি। দেশের প্রতি আমি সর্বদা নিবেদিত।’

error: Content is protected !!