বাংলায় দুর্গাপুজো পর্যন্ত রাখা হোক কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের কাছে দরবার শুভেন্দুর

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় রাজভবনের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে রেখে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী ৷ এদিন রাজভবনের ভিতরে শুভেন্দুকে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেই বসে থাকতে দেখা যায় ৷ এদিন অবশ্য রাজভবনে আক্রান্তদের নামের তালিকা মিলিয়ে ঢুকতে দেয় পুলিশ ৷ পরে রাজ্যপাল আনন্দ বোস জানান, মোট ১ হাজার 25টি অভিযোগ পেয়েছেন তিনি ৷ একই সঙ্গে এই হিংসার শেষ দেখে ছাড়বেন বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি দেন রাজ্যপাল ৷ বক্তব্য রাখতে গিয়ে এদিন রাজ্যপাল বাংলাতে বলেন, ‘‘কলকাতা হাইকোর্টে একটা পর্যবেক্ষণ সামনে এসেছে ৷ তাতে তারা আশ্চর্য যে, রাজ্যপাল গৃহবন্দি রয়েছেন। যাঁদের উপর হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি।”

error: Content is protected !!