আরজি কর কাণ্ডে প্রতিবাদে এবার নবান্ন অভিযান। সেই কর্মসূচিকে কেন্দ্র করে যখন রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি, তখন ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বললেন, মমতা পিসফুলি করুন, মানুষ আর ট্যাক্সের টাকা-বিদ্যুতের বিল দেবে না।’ শুভেন্দু বলেন, ‘সাঁতরাগাছি বিক্ষোভকারীদের আমি অনুরোধ করে, সাধারণ পুলিসকর্মী, ছাত্র সমাজ-সহ নিরীহ জনগণ, তাঁরা আক্রান্ত হয়েছিল, আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেত। পুলিসের জলকামানের জল শেষ, গ্যাস শেষ। তাঁরা হয়তো বাধ্য় হত গুলি করত। এই রকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির বিক্ষোভকারীদের ভিডিও কল করে আমি কার্যত অনুরোধ করেছি, নিচের তলার পুলিসের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। তাঁদেরও স্ত্রী আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা চাই না, মমতা বন্দ্য়োপাধ্যায়, রাজীব কুমারদের ভুল নীতির জন্য তাঁরা ক্ষতিগ্রস্ত হোন’। শুভেন্দু বলেন, ‘পুলিসকে বলব, বেয়াদপিটা বন্ধ করুন। পুলিসকে বলব, বেয়াদপিটা বন্ধ করুন। কলেজ স্কোয়ার থেকে আটকাতে পারেনি। আপনারা আটকাতে পারেননি ধর্মতলায়। কন্টেনার ফেল করেছে। ফার্স্ট ব্যারিকেড ভেঙে গিয়েছে, সেকেন্ড ব্যারিকেডও কার্যত ভাঙার পথে। ব্রিজ টপকালেই নবান্ন। একদম কাছেই এসে গিয়েছে ৩৫ থেকে ৪০ হাজার জনতা। অনুরোধ করব, আপনারা আগে ধরপাকড় আর মারধর বন্ধ করুন। জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না’। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, ‘এই আন্দোলন একদিনের নয়। আন্দোলন আরও তীব্র হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসনে নির্বাচনে মাধ্যমে সরকার পরিবর্তন হোক, আমরা চাই। সংযত আচরণ করুন। আপনাদের হাতে আর কিছু নেই। পুরোটাই জনগণের হাতে’।
Related Posts
বাড়িতে পড়ে গিয়ে চোট পেলেন মুকুল রায়, ভর্তি হাসপাতালে
গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷ এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷ গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই […]
রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি কলকাতা পুলিশের
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তদন্তে রাজভবনকে চিঠি পাঠাল কলকাতা পুলিস। রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে। রাজভবনের ওসির মাধ্যমে পাঠানো হয়েছে এই চিঠি। চিঠিতে EPBX অফিসের এন্ট্রি ও রাজ্যপালের চেম্বারের সামনের করিডরের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। কোন সময়ের সিসিটিভি ফুটেজ, তাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা […]
‘তুই জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করব’, মাঝরাতে হুমকি ফোন পেলেন দমদমের সাংসদ সৌগত রায়
ক্লাবঘরের মধ্যে হাত–পা ধরে চ্যাংদোলা করে ঝুলিয়ে মার। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কামারহাটির সেই ঘটনায় বুধবারই জেলবন্দি জয়ন্ত সিংকে আবার হেফাজতে নিয়েছে পুলিশ। তারপরই মাঝরাতে হুমকি ফোন পেলেন বলে দাবি করেছেন দমদমের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আড়িয়াদহের মা–ছেলের উপর নির্মম অত্যাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে এলাকার ত্রাস জয়ন্ত সিং। তবে তাকে […]