রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভাড়া বাড়িতে পুলিশি হানা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁর অফিসে হানা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে তাঁর ভাড়া বাড়িতে হানা দেওয়া হয়েছিল। এক দুষ্কৃতীর খোঁজে তাঁর ভাড়া বাড়িতে হানা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। যদিও, এই তল্লাশির ঘটনার পর কোলাঘাট থানায় হাজির হয় পুলিশ। পরে পুলিশের বিরুদ্ধে পালটা অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পরে বলেন, ‘আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’ তাঁর মা-বাবাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। পুরো ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় গোটা এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেলে কোলাঘাটের শুভেন্দুর ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে প্রায় ৭০-৮০ জন পুলিশ কর্মী বাড়ি ঘিরে রাখে। সেখানে তল্লাশি চালানো হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয় বলে জানা গিয়েছে। এরপরেই শুভেন্দু অধিকারীকে খবর পাঠানো হয়। রাজনৈতিক প্রচার সভা ছেড়ে সেই বাড়িতে আসেন শুভেন্দু। সেখান থেকেই পরে তিনি কোলাঘাট থানায় যান। শুভেন্দু বলেন, ‘আমার কোলাঘাটে একটি ভাড়া নেওয়া বাড়ি আছে। সেখানে ভাড়া নিয়ে থাকি। কিছু রিফ্রেশমেন্টের জন্য সেই বাড়ি ভাড়া নেওয়া আছে। এছাড়া অনেক লোক দেখা করতে আসেন, সেই কারণে বাড়ি ভাড়া নেওয়া আছে। আমি বিরোধী দলনেতা হিসেবে সরকারি গেস্ট হাউস নিতে পারি। কিন্তু সেটা আমি নিইনি।’ শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘আমার কাছে হাইকোর্টের রক্ষাকবচ আছে। পুলিশ আমার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।’ কোলাঘাট থানা থেকে তিনি পরে ফের তাঁর রাজনৈতিক কর্মসূচিতে ফিরে যান।
Related Posts
সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার জন্য বিজেপি নেত্রীকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত
জামিন চাইতে গিয়ে জেলে গেল সন্দেশখালির পিয়ালি দাস ওরফে মাম্পি। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী পিয়ালী দাস ওরফে মাম্পির বিরুদ্ধে এলাকার মহিলারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। এই মাম্পি এলাকার মহিলাদের সন্দেশখালি থানায় নিয়ে গিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করানো সহ সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণ এবং শ্লীলতাহানির মত […]
‘৪ জুনের পরেই অ্যাকশন আরও তীব্র হবে’, দুর্নীতি ইস্যুতে হুঙ্কার প্রধানমন্ত্রী মোদি
পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷ তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ […]
মালদায় প্রচারে নামার সময় দেবের হেলিকপ্টারে আগুন
শুক্রবার মালদায় দেবের হেলিকপ্টারে লাগলো আগুন। মাঝআকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। বড় বিপর্যয় এড়ানো গেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। জানা গিয়েছে, মালদায় হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরী অবতরণ […]