বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মঞ্চে শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গের মালবাজারে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় উপস্থিত থাকলেন পাহাড়ের অন্যতম মুখ বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন বিজেপির দিকে গিয়েছে। এই কথা আগেই সামনে এসেছিল। এবার বিজেপির সভায় উপস্থিত থাকলেন বিমল গুরুং। তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল বিমল গুরুংয়ের। পাহাড়ে তিনি বিজেপিকে সমর্থন করছেন কী না। তাই নিয়ে জোর চর্চা চলছিল। যদিও পরে জানা গিয়েছে, গেরুয়া শিবিরকে সমর্থন করছেন বিমল গুরুং। বুধবার মালবাজারের রথখোলা মাঠে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমল গুরুংকে সঙ্গে নিয়েই তিনি মঞ্চে উঠেছিলেন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার নেতা লুইস কুজুর, নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই আক্রমণ করেন শুভেন্দু। মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও আক্রমণ করেন। শুভেন্দু বলেন, ” নরেন্দ্র মোদি বলেছিলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা পাঠিয়েছিলেন। কিন্তু এখানকার মানুষ সেই সুবিধা পায়নি। কারণ, তৃণমূল কংগ্রেস সেই সুবিধা মানুষকে পেতে দেয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!