উত্তরবঙ্গের মালবাজারে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় উপস্থিত থাকলেন পাহাড়ের অন্যতম মুখ বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন বিজেপির দিকে গিয়েছে। এই কথা আগেই সামনে এসেছিল। এবার বিজেপির সভায় উপস্থিত থাকলেন বিমল গুরুং। তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল বিমল গুরুংয়ের। পাহাড়ে তিনি বিজেপিকে সমর্থন করছেন কী না। তাই নিয়ে জোর চর্চা চলছিল। যদিও পরে জানা গিয়েছে, গেরুয়া শিবিরকে সমর্থন করছেন বিমল গুরুং। বুধবার মালবাজারের রথখোলা মাঠে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমল গুরুংকে সঙ্গে নিয়েই তিনি মঞ্চে উঠেছিলেন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার নেতা লুইস কুজুর, নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই আক্রমণ করেন শুভেন্দু। মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও আক্রমণ করেন। শুভেন্দু বলেন, ” নরেন্দ্র মোদি বলেছিলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা পাঠিয়েছিলেন। কিন্তু এখানকার মানুষ সেই সুবিধা পায়নি। কারণ, তৃণমূল কংগ্রেস সেই সুবিধা মানুষকে পেতে দেয়নি।”
Related Posts
মতুয়া গড়ে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূলের মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা
পারিবারিক বিবাদের জেরে ধরনা থেকে ভোটের লড়াইয়ে। প্রথমবার ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হবেন সদ্য জয়ী এই প্রার্থী। উত্তর ২৪ পরগনার বাগদা মানেই মতুয়াগড়। গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন। গত বিধানসভাই শুধু নয়, শেষ […]
ভোট মিটলেই ‘রি-পোলের’ দাবি করবো’, ৪র্থ দফার অন্তিম লগ্নে এসে দাবি অধীর রঞ্জন চৌধুরীর
৪র্থ দফার অন্তিম লগ্নে অধীর রঞ্জন চৌধুরীর মুখে শোনা গেল পুনর্নির্বাচনের কথা। ‘আমরা নির্বাচন কমিশনের কাছে রি-পোলের দাবি করবো। গুটিকয়েক বুথে আমাদের ভোট করতে দেওয়া হয়নি। ৯ থেকে ১০টি বুথে ছাপ্পা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অধীর চৌধুরী হারুক বিজেপি জিতুক।’ তিনি আরও বলেন, ‘বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যাঁরা পুলিশের দালাল […]
বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার, উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে, আটক অভিযুক্ত মহিলা
এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এ দিন […]