হ্যাকারদের কবলে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর ফেসবুর পেজ। হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর অনুগামীদের সতর্ক করে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেছেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনও অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নেবেন সেটি আমি নই’।
Related Posts
‘পাঠান ২’ নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা
যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। এক বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা করে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক […]
মুক্তি পেল জিৎ-এর ‘বুমেরাং’-এর টিজার
ঈদে এসছিল জিৎ-এর আগামী ছবি ‘বুমেরাং’-এর ফার্স্ট লুক পোস্টার। আর নববর্ষের পূণ্যলগ্নে এল ছবির টিজার। সৌভিক কুন্ডি পরিচালিত এই ছবিতে সুপারস্টার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। ছবির শ্যুটিঙেই আনা হয়েছিল ফিউচারিস্টিক বাইক। শুধু বাইকই নয়, এই ছবিতে প্রথমবার […]
সিকান্দর-এ নয়া এন্ট্রি রশ্মিকার
পরিচালক এ আর মুরুগাদোসের ‘সিকান্দর’ ছবিতে নায়িকা হবেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। ইনস্টাগ্রামে ‘সিকান্দর’ ছবিতে তাঁর এন্ট্রি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে উত্তেজনাও ভাগ করেছেন রশ্মিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’ এবারের ইদে সলমান খানের সিকান্দর ঘোষণা করা হয়। সলমান জানান, আগামী বছরের ইদে সিকান্দর চরিত্রে আসছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই […]