দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল, সেখানে তিনি জানিয়েছেন যে বৈভব কুমার মুখ্যমন্ত্রীর বাসভবনের মধ্যে তাঁকে চড় মেরেছেন ৷ তাঁর পেটে লাথিও মারা হয় বলে অভিযোগ স্বাতীর ৷ বৃহস্পতিবার স্বাতী মালিওয়ালকে নয়াদিল্লির এইমসে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নিয়ে যায় দিল্লি পুলিশ ৷ সেখানে প্রায় দু’ঘণ্টা ছিলেন আম আদমি পার্টির এই সাংসদ ৷ ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁর গাড়ি এইমস ছেড়ে বেরিয়ে যায় ৷ ভোর চারটে নাগাদ তিনি বাড়ি পৌঁছান ৷ গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করার সময় তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যে বৈভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ সেখানে বৈভবের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে ৷ তার মধ্যে অপরাধের উদ্দেশ্যে কোনও মহিলার উপর অশালীন আক্রমণ, মারধর সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে ধারা দেওয়া হয়েছে ৷ এই ঘটনার বিষয়টি সামনে আসার পর থেকেই এই নিয়ে সরব হয়েছিল বিজেপি ৷ এই নিয়ে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকেই নিশানা করে বিজেপি ৷ কিন্তু এই নিয়ে বিজেপিকে রাজনীতি না করার জন্য অনুরোধ করেছেন স্বাতী মালিওয়াল ৷ এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ সেখানেই তিনি এই অনুরোধ করেছেন ৷ তিনি লিখেছেন, “আমার সঙ্গে যা ঘটেছে, তা খুবই খারাপ ছিল । আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমি পুলিশের কাছে আমার বিবৃতি দিয়েছি । আমি আশা করি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । গত কয়েকদিন আমার জন্য খুব কঠিন ছিল । যারা প্রার্থনা করেছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাই ৷ আমার যারা চরিত্র হননের চেষ্টা করেছিল, যারা বলেছিল যে আমি অন্য পক্ষের নির্দেশে এটি করছি, ঈশ্বর তাদেরও খুশি রাখুন ।” অন্যদিকে এই ঘটনার তদন্তে কেজরিওয়ালের বাসভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় দিল্লি পুলিশ ৷ যে সংস্থা কেজরিওয়ালের বাসভবনে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, তাদের কাছে ফুটেজ চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা ৷ সেই ফুটেজ হাতে এলে, তা খতিয়ে দেখা হবে ৷ এই ঘটনার জন্য দশটি তদন্তকারী দল তৈরি হয়েছে ৷ এর মধ্যে চারটি দল বৈভবকে খুঁজছে ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে পঞ্জাবে আছেন বৈভব ৷ এছাড়াও এই ঘটনার টাইমলাইন তৈরি করছে পুলিশ ৷ এছাড়া কেজরিওয়ালের বাসভবনেও যেতে পারে দিল্লি পুলিশ ৷
Related Posts
ছত্তিশগড়ে ডাম্পার উলটে মৃত ১৯, আহত ৪
ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় ২০ ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট ২৫ জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার […]
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ […]
অমিত শাহর পর মোদি, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
অমিত শাহর পর এবার নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা সাম্প্রতিক রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত চরিত্র অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পনেরো কথাবার্তা হয়েছে তাঁর। তবে কী বিষয়ে আলোচনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গত […]