আগামীকাল, শনিবার নয়াদিল্লিতে ভোটগ্রহণ। তার ঠিক আগে বৃহস্পতিবার স্বাতী মালিওয়ালের হেনস্তা কাণ্ডে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছল। আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালের অভিযোগ, গত ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রয়িং রুমে তাঁকে হেনস্তা করেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বৈভব কুমার। আর তখন বাড়িতেই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মালিওয়াল সাফ জানিয়ে দেন, আপের রাজ্যসভার সদস্যপদ ছাড়ার প্রশ্নই উঠছে না। আগে যদি রাজ্যসভার পদ চাওয়া হতো ভালভাবে তাহলে প্রাণও দিতাম। সেখানে রাজ্যসভার পদ তো ছোট ব্যাপার। এখন পৃথিবীর কোনও শক্তি পারবে এই পদ থেকে ইস্তফা দেওয়াতে। এমনই চ্যালেঞ্জ ছুঁড়েছেন স্বাতী মালিওয়াল। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাতী মালিওয়াল জানান, তিনি সবচেয়ে কম বয়সী সাংসদ। কখনও কোনও পদ চাননি। এমনকী নিজের ইচ্ছাও প্রকাশ করেননি। স্বাতী মালিওয়াল বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়িতে আমার অসম্মান হয়েছে। আর আপ নেতৃত্ব প্রত্যেকদিন আমার চরিত্রহনন করছে। এফআইআর যেটা করেছি সেখানে একটাও মিথ্যা কথা বলিনি। প্রয়োজনে পলিগ্রাফি এবং নারকো টেস্টে বসতেও আমার আপত্তি নেই।’ মালিওয়ালের এই বক্তব্যের মধ্যেই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আপ।
Related Posts
মহাদেবের মাথায় জল যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৯ পুণ্যার্থী
শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল যাওয়ার সময় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর ৷ আহত বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ রবিবার বৈশালীর হাজিপুর ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় ঘটনা ৷ জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারের পুজো দিতে সোনপুর বাবা হরিহরনাথে মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল ৷ মৃতরা হলেন, ধর্মেন্দ্র পাসোয়ান, লালা দাস, ফুদেনা […]
মধ্যপ্রদেশের ইন্দোরে যাত্রী ট্রেনের মধ্যে উদ্ধার মহিলার টুকরো করা মৃতদেহ
মধ্যপ্রদেশের ইন্দোরে যাত্রীবাহী ট্রেনে উদ্ধার হল মহিলার মৃতদেহ। তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। ট্রেনের মধ্যে টুকরো অবস্থায় উদ্ধার হয়েছে মহিলার দেহ। দুটি ব্যাগে ভরা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে ব্যাগে দেহ ভরে ফেলা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথা থেকে কোমর পর্যন্ত শরীরের উপরের অংশটি ট্রেনে রেখে যাওয়া একটি ট্রলি […]
দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জল ডুবে মৃত ২ আইএএস পরীক্ষার্থী, নিখোঁজ আরও ১
একটানা প্রবল বৃষ্টিতে বিপত্তি দিল্লিতে। আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে যায়। সন্ধেবেলায় প্রথমে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে তারা। এখনও নিখোঁজ বাকি এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরনো রাজেন্দ্র নগর এলাকায়। আজ সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল […]