এবার সিডনির চার্চে হামলা, আহত বহু, গ্রেফতার ১

সিডনিতে শপিং মলের পর এবার চার্চে হামলা আততায়ীর। চার্চে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চার্চের ভিতরে যাঁদের ছুরিকাঘাত করেছে আততায়ী তাঁদের গুরুতর জখম নেই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বারবার ছুরি নিয়ে হামলার জেরে আতঙ্ক ছড়িয়েছে সিডনিতে। এই ঘটনার পিছনে কারণ কী হতে পারে? তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়ছে, সিডনির ওয়েকলের ওয়েলকাম স্ট্রিটে এই ঘটনা ঘটে গিয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ইমার্জেন্সি মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে।

error: Content is protected !!