প্রকাশ্যে এল তাপসী পান্নুর বিয়ের ভিডিও, কেমন সাজলেন অভিনেত্রী

দীর্ঘদিনের বন্ধু ডেনমার্কের প্রাক্তন ব্যাটমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তাপসী পান্নু। তবে বিয়ের কথা কখনই স্বীকার করেননি তাপসী। তবু বিয়ের কথা কী আর চাপা থাকে! বন্ধুদের ছবিতেই সামনে চলে আসে খবর। এবার প্রকাশ্যে এল বিয়ের ভিডিও। অন্যান্য নায়িকাদের বিয়ের স্টাইল থেকে একেবারেই যে অন্যপথে হেঁটেছেন তাপসী। সাধারণ লেহেঙ্গাতেই সাজেন নায়িকারা। তবে তাপসী বেছে নিয়েছেন সালোয়ার কামিজ। পাশাপাশি সেই স্টাইলে বাড়তি হল সানগ্লাস। মিষ্টি ভিডিয়োতে তারকা জুটির মালাবদলের ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ একটি ছোট্ট ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল রঙের আনারকলি চুড়িদার পড়ে বিয়ের মণ্ডপের দিকে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন তাপসী, পঞ্জাবি স্টাইলে বিনুনি বেঁধেছেন, সঙ্গে গয়না, চোখে সানগ্লাস। ব্যাকগ্রাউন্ডে চলছে একটি পঞ্জাবি গান ৷ তাপসীকে নিয়ে মন্ডপের দিকে এগোচ্ছেন তাঁর বন্ধুরা। অন্যদিকে, ম্যাথিয়াসকে দেখা যায়, সাদা রঙের শেরওয়ানিতে। বোঝাই যাচ্ছে পঞ্জাবি মতেই বিয়ে হয়েছে তাঁদের। 

Taapse Pannu Wedding Video
byu/PinPitiful inBollyBlindsNGossip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!