সোমবার (৩ জুন) দিল্লির সরিতা বিহার থানার কাছে তাজ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন লাগে। 12280 তাজ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। অগ্নিকাণ্ডের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তথ্য দেওয়ার সময় উত্তর রেলওয়ের সিপিআরও জানিয়েছে যে তুঘলকাবাদ-ওখলার মধ্যে তাজ এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগেছে। সব যাত্রী নিরাপদে আছেন। ডিসিপি রেলওয়ের মতে, মোট ৬টি দমকল টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তথ্যমতে, কেউ আহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তথ্য প্রদান করে, দিল্লি পুলিশ জানিয়েছে, “৩ জুন ট্রেনে আগুনের বিষয়ে বিকাল ৪.৪১ মিনিটে একটি পিসিআর কল আসে।” অ্যাপোলো হাসপাতালের কাছে ঘটনাস্থলে পৌঁছেছেন আইও। ঘটনাস্থলে দেখা যায় তাজ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লেগেছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা অন্য কোচে চলে যাওয়ায় এবং নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে রেলওয়ের তরফে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে, দিল্লির সরিতা বিহারে একটি ট্রেনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখনও অপেক্ষিত. দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানান, হরকেশ নগর থেকে 4:24 মিনিটে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। আরও তথ্য এখনও অপেক্ষিত.
Related Posts
NEET UG 2024: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ এবং ‘সিবিআই’কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট
নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। তার পরিপ্রেক্ষিতেই এবার মতামত জানতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ও সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট। নিট পরীক্ষা পরিচালন পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল হওয়া ৭টি আবেদনের উপর শুক্রবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির মধ্যে একটিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই অভিযোগে সিবিআই […]
হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, আপাতত চাকরি বহাল ২৬ হাজার শিক্ষকের, জুলাই মাসে চূড়ান্ত শুনানি
২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত ২২ এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ যার অর্থ, আপাতত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে৷ তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য […]
আগামী ২৪ জুলাই পূর্ণাঙ্গ বাজেট !
২৪ জুলাই সংসদের বাদল অধিবেশনে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওয়াকিবহাল মহলের সূত্র উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আগামী ২৩ জুলাই পেশ করা হতে পারে অর্থনৈতিক সমীক্ষা। তবে, প্রতিবেদনে যোগ করা হয়েছে যে দুটি তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং শীঘ্রই ঘোষণা করা হতে পারে। সংসদের দুটি অধিবেশনের […]