দিল্লিতে তাজ এক্সপ্রেসের দুটি বগিতে আগুন

সোমবার (৩ জুন) দিল্লির সরিতা বিহার থানার কাছে তাজ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন লাগে। 12280 তাজ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। অগ্নিকাণ্ডের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তথ্য দেওয়ার সময় উত্তর রেলওয়ের সিপিআরও জানিয়েছে যে তুঘলকাবাদ-ওখলার মধ্যে তাজ এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগেছে। সব যাত্রী নিরাপদে আছেন। ডিসিপি রেলওয়ের মতে, মোট ৬টি দমকল টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তথ্যমতে, কেউ আহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তথ্য প্রদান করে, দিল্লি পুলিশ জানিয়েছে, “৩ জুন ট্রেনে আগুনের বিষয়ে বিকাল ৪.৪১ মিনিটে একটি পিসিআর কল আসে।” অ্যাপোলো হাসপাতালের কাছে ঘটনাস্থলে পৌঁছেছেন আইও। ঘটনাস্থলে দেখা যায় তাজ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লেগেছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা অন্য কোচে চলে যাওয়ায় এবং নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে রেলওয়ের তরফে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে, দিল্লির সরিতা বিহারে একটি ট্রেনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখনও অপেক্ষিত. দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানান, হরকেশ নগর থেকে 4:24 মিনিটে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। আরও তথ্য এখনও অপেক্ষিত.

error: Content is protected !!