ইজরায়েল-ইরানের হামলামুখী পরিস্থিতিতে প্রবল চাপে ভারত। শনিবার গভীর রাতে আকশপথে ইজরায়েল ভূখণ্ডে ড্রোন হামা চালায় ইরান। প্রায় ২০০টি ড্রোন নিক্ষেপ করেছিল তেহরান। ৪৮ ঘণ্টার মধ্যে পালটা হামলার হুঁশিয়ারি ছুড়েছিল নেতানিয়াহুর দেশ। তবে আপাতত যুদ্ধ পরিস্থিতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়েছে বলে ইরান সেনাবাহিনীর বিবৃতি মারফত জানা যাচ্ছে। এদিকে ইরান সেনাবাহিনীর কাছে ‘বন্দি’ ভারতীয় নাবিকদের দেশে ফেরাতে তৎপর হয়ে পড়েছে নয়া দিল্লি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করেছেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে। সোমবার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘বন্দি’ ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে ইরান। গত ১৩ এপ্রিল শনিবার হরমুজ প্রণালীতে MSC অ্যারিজ নামে একটি ইজরায়েলি জাহাজ আটক করেছিল ইরানের বিশেষ সেনাবাহিনী। সেই সময়ে জাহাজে ছিল ২৫ জন নাবিক। তাঁদের মধ্যে ১৭ জনই ভারতীয়। এরই মাঝে শনিবার রাতে আকশপথে ইজরায়েলের দিকে কয়েকশো ড্রোন নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যের দুই দেশে ক্রমে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। যুদ্ধের আগেই যাতে ইরানে ‘বন্দি’ ভারতীয় নাবিকদের ফিরিয়ে আনা যায় ক্রমাগত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়া দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে নাবিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ইরানের হামলার পর রবিবার রাতে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে একটি ক্যাবিনেট বৈঠকের আয়োজন করেছিল ইজরায়েল প্রশাসন। বৈঠকে পালটা হামলার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। গাজায় আক্রমণ যেমন ইজরায়েলের কাছে তেমন কঠিন ছিল না, ইরানের ক্ষেত্রে ঠিক তার উলটো। কারণ তেহরানের সামরিক শক্তি বেশ মজবুত। তার উপর রাশিয়া, চিনের সরাসরি সামরিক সাহায্য পাবে ইরান। তাই আপাতত যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়ি পড়ছে বলে মনে করা হচ্ছে।
Related Posts
বাংলাদেশের ‘প্রধান’ হিসেবে শপথ নিলেন ইউনুস
শেখ হাসিনার দেশ ছাড়ার ৭২ ঘণ্টা পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবারে এই সরকারের প্রধান হিসাবে শপথ পাঠ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তাঁর মন্ত্রিসভায় আজ দফতর বণ্টন হয়েছে। কোন মন্ত্রক কে পেলেন? একনজরে দেখে নেওয়া যাক – অর্থ থেকে শিল্প মন্ত্রক- এই মন্ত্রকগুলির মধ্যে, বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মহম্মদ সালেহ উদ্দিন আহমেদ পাচ্ছেন […]
‘গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে’, কোয়াড সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী মোদি
আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদি। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের […]
যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে পর্ন তারকাকে ঘুষ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ১১ জুলাই সাজা ঘোষণা
যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ম্যানহাটন আদালতের জুরিরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন ৷ বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এই রায় দিয়েছে। ওই মামলায় […]