ভোটের মুখে ইন্ডিয়া জোটে যোগ দিল VIP

লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া শিবিরে যোগ দিল বিহারের স্থানীয় দল বিকাশশীল ইনসান পার্টি বা VIP। বিহারের অন্তত দশটি লোকসভা কেন্দ্রে মুকেশ সাহানির দল VIP-র বেশ ভাল প্রভাব রয়েছে। রাজ্যের পিছিয়ে পড়া বর্গের কাছে অত্যন্ত জনপ্রিয়  বিকাশশীল ইনসান পার্টি সাতটি লোকসভা কেন্দ্রে জয়-পরাজয়ে ব্যবধান গড়তে পারে। বিজেপিকে হারাতে মরিয়া আরজেডি নেতা তেজস্বী যাদব তাই VIP-কে ইন্ডিয়া জোটে এনে তাদের ৩টি আসনে লড়তে দিল। আরজেডি, কংগ্রেস, বাম দলগুলির সঙ্গে বিহারের মহাগবন্ধন জোটে যোগ দিয়ে VIP প্রধান মুকেশ সাহানি বললেন, দেশের পক্ষে বিপজ্জনক শক্তি হল বিজেপি। ওরা দেশের সংবিধান বদলাতে চাইছে। এবার ওরা আমাদের জোটের খেলা দেখবে। ইন্ডিয়া জোটের অধীনে ভিআইপি লড়বে গোপালগঞ্জ, ঝাঞ্জারপুর এবং মোতিহারি-তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!