লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া শিবিরে যোগ দিল বিহারের স্থানীয় দল বিকাশশীল ইনসান পার্টি বা VIP। বিহারের অন্তত দশটি লোকসভা কেন্দ্রে মুকেশ সাহানির দল VIP-র বেশ ভাল প্রভাব রয়েছে। রাজ্যের পিছিয়ে পড়া বর্গের কাছে অত্যন্ত জনপ্রিয় বিকাশশীল ইনসান পার্টি সাতটি লোকসভা কেন্দ্রে জয়-পরাজয়ে ব্যবধান গড়তে পারে। বিজেপিকে হারাতে মরিয়া আরজেডি নেতা তেজস্বী যাদব তাই VIP-কে ইন্ডিয়া জোটে এনে তাদের ৩টি আসনে লড়তে দিল। আরজেডি, কংগ্রেস, বাম দলগুলির সঙ্গে বিহারের মহাগবন্ধন জোটে যোগ দিয়ে VIP প্রধান মুকেশ সাহানি বললেন, দেশের পক্ষে বিপজ্জনক শক্তি হল বিজেপি। ওরা দেশের সংবিধান বদলাতে চাইছে। এবার ওরা আমাদের জোটের খেলা দেখবে। ইন্ডিয়া জোটের অধীনে ভিআইপি লড়বে গোপালগঞ্জ, ঝাঞ্জারপুর এবং মোতিহারি-তে।
Related Posts
সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]
চিন থেকে ‘এলাকা পুনরুদ্ধার’, অগ্নিবীর প্রত্যাহার, বিনামূল্যে বিদ্যুৎ- স্বাস্থ্য- শিক্ষা সহ ১০ গ্যারান্টির- আম আদমি পার্টির ইস্তেহার
আবগারি দুর্নীতি মামলায় ৫০ দিন ধরে জেলবন্দি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল জামিনে আপাতত জেল থেকে মুক্তি পেতেই পার্টি প্রকাশ্যে আনল তাদের ইস্তেহার। পার্টির ইস্তেহার, ‘কেজরিওয়াল কি গ্যারান্টি’ নামে প্রকাশিত হয়েছে। দেখে নিন কী রয়েছে আম আদমি পার্টির ইস্তেহারে – বিদ্যুৎ সংযোগ নিয়ে বড় প্রকিশ্রুতি- কেজরিওয়াল কি গ্যারান্টিতে থাকা ১০ […]
আজ সুপ্রিমকোর্টে আরজিকর মামলা শুনানি
আজ, মঙ্গলবার আরজি কর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির তালিকায় এক নম্বরে রয়েছে এই মামলা। সকাল সাড়ে ১০টায় বেঞ্চ বসার কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখবন্ধ খামে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। পাল্টা রাজ্যের তরফেও পরিস্থিতির কথা জানানো হবে।