গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। জানা গেছে, হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকের পর এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর। স্লোভাকিয়ার সরকারি সংবাদ মাধ্যম টিএএসআর বুধবার স্লোভাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহাকে বিবৃত করে এই খবর জানিয়েছে। একটি সরকারি অফ সাইট বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফিকো। তবে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

error: Content is protected !!