‘কোর্ট থেকে বের করে দেব, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়’, মমতার পদত্যাগ চাওয়ায় আইনজীবিকে ধমক দেশের প্রধান বিচারপতির

তৃতীয়বার আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় শুনানি। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী এদিন উপস্থিত ছিলেন শুনানির সময়। আর শুনানির সময় আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতিরা। শুনানিতে এদিন ফের আদালতে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। আর তা শুনেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়, আপনারা সকলেই বার কমিটির সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। ‘পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন,’ আমরা বিশেষভাবে চিকিৎসকদের অভিযোগ নিয়ে কাজ করছি। এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না। কারণ, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়। ‘ এরপরেও আইনজীবী তর্ক চালিয়ে গেলে প্রধান বিচারপতি তাঁদেরকে আদালত থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। বেশ ক্ষুব্ধ হয়েই তিনি বললেন, ‘ আমি দুঃখিত। আপনি দয়া করে আমার কথা শুনুন। আর তা না হলে আমি আপনাকে আদালত থেকে বের করে দেব।

error: Content is protected !!