তৃতীয়বার আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় শুনানি। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী এদিন উপস্থিত ছিলেন শুনানির সময়। আর শুনানির সময় আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতিরা। শুনানিতে এদিন ফের আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। আর তা শুনেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়, আপনারা সকলেই বার কমিটির সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। ‘পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন,’ আমরা বিশেষভাবে চিকিৎসকদের অভিযোগ নিয়ে কাজ করছি। এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না। কারণ, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়। ‘ এরপরেও আইনজীবী তর্ক চালিয়ে গেলে প্রধান বিচারপতি তাঁদেরকে আদালত থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। বেশ ক্ষুব্ধ হয়েই তিনি বললেন, ‘ আমি দুঃখিত। আপনি দয়া করে আমার কথা শুনুন। আর তা না হলে আমি আপনাকে আদালত থেকে বের করে দেব।
Related Posts
‘আপনিই আমাদের ভরসা’, মুখ্যমন্ত্রীকে বললেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা
‘আপনিই আমাদের ভরসা’। স্রেফ সংবর্ধনা দেওয়া নয়, কলকাতায় স্বামীজীর বাড়ির সৌন্দর্যায়ন ও মিউজিয়ামের জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যও চাইলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। তৃণমূলনেত্রী বললেন, ‘আপনাদের পাশে আছি’। ভোটের প্রচারে এই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেই ‘রাজনৈতিক পক্ষপাতিত্বে’র অভিযোগ করেছিলেন মমতা। ১৮ মে আরামবাগের গোঘাটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ […]
বউবাজারে মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে ছাত্রাবাসে পিটিয়ে খুন যুবক, আটক ১৪
বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা। মোবাইল চুরির অভিযোগে বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট ছাত্রাবাসে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অন্যান্য আবাসিকদের বিরুদ্ধে। অভিযোগ, হাত- পা বেঁধে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। মৃতের নাম এরশাদ আলম। ১৪ জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান মৃত্যু […]