সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, বিষয়টি আর রাজনীতির নয়। এর সঙ্গে বাংলার মানসম্মান জড়িত। এদিন কুণাল ঘোষ বলেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি,জমি কেড়ে নেওয়ার কোথাও কোনও অভিযোগ যদি থাকে তাহলে দল ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু নারী নির্যাতন নিয়ে যেসব কথা বলা হচ্ছে সেটা সাজানো নাটক। রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা জন্য পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। সন্দেশখালির নারী নির্যাতরের বিষয়টি বিজেপি ও বিরোধীরা ব্যবহার করছে। এটা আমরা বহু দিন থেকেই বলে আসছি। এখন যে ভিডিয়ো সামনে এসেছে তাতে এটা স্পষ্ট যে এটা একটা বিরাট ষড়যন্ত্র। ফাঁস হয়েছে কীভাবে কারা মিথ্যে কথা বলে বিকৃত তথ্য দিয়ে মিথ্যে বলতে প্ররোচিত করেছে। এসব এখন সামনে চলে আসছে। সামনে আনছেন বিজেপিরই স্থানীয় নেতা। খুব স্পষ্ট করে বলতে চাই বাংলার ৫ কোটি মা বোন মহিলাকে অপমান করা হয়েছে। তাই এটা যেন রাজনৈতিক তরজায় সীমাবদ্ধ না থাকে। যা হয়েছে তা রাষ্ট্রদ্রোহীতার সামিল। তাই পুলিস সুয়োমোটো মামলা করুক। কারণ যে ভিডিযোটি সামনে এসেছে সেখানে যেসব কথা উঠে এসেছে যে ধর্ষণের মিথ্যে অভিযোগ করতে হবে, লোককে উত্তেজিত করতে হবে, দরকার হলে অস্ত্র দেওয়া হবে। টাকা দেওয়া হবে। ওরা করেছে ভোটের জন্য। কিন্তু আমরা এটা ভোট বলে দেখছি না। এর সঙ্গে বাংলার মানসম্মান জড়িত। টাকার খেলা রয়েছে এর মধ্যে। এই যে গঙ্গাধর কয়াল, তাকে কাস্টডিতে নিতে হবে। বিজেপি এখন প্রভাব খাটিয়ে সাক্ষ্য বদল করার চেষ্টা করছে। ওই ভিডিও-তে যাদের নাম উচ্চারিত হয়েছে তাদের কাস্টডিতে নিতে হবে। তাদের জিজ্ঞাসাবাদ করে দেখতে হবে কারা এর সঙ্গে জড়িত। বলা হচ্ছে সিবিআই চাই। সিবিআই তো প্রটেকশন দেবে। নারদা কেসে যিনি এফআইআর নেমড তার নাম তো এই কেসে শোনা যাচ্ছে। রাজ্য পুলিশ তদন্ত করলে কেসটা ফাঁস হয়ে যাবে তাই সিবিআইয়ের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে।
Related Posts
এবার বিধাননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ
জেলায়-জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠছিল। এবারের ঘটনাস্থল বিধান নগর। সেখানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শিকার তিনজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।জানা গিয়েছে, তিনজন ব্যক্তির মধ্যে একজন ওই এলাকায় ঢুকে যায়। তাঁদের মধ্যে একজন বৃদ্ধ ছিল বলে খবর। এলাকাবাসী তাদের দেখে অনুমান করে তারা হয়ত ছেলেধরা। এরপরই চড়াও […]
‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিশ’, শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বললেন সি ভি আনন্দ বোস!
শ্লীলতাহানির অভিযোগের তদন্তে যখন রাজভবনে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ, তখন সোশ্য়াল মিডিয়ায় ফের বার্তা দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। মনে করিয়ে দিলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিস। সাংবিধানিক পদাধিকারী রাজ্যপালের রক্ষকবচ রয়েছে’। এমনকী, পুলিসকে কোনও তথ্য না দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজভবনের কর্মীদের। রাজ্যপাল নিজের X হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে সংবিধানের ৩৬১ […]
সম্পূর্ণ ফেক নিউজ! পুজোর জন্য মাটি দেবে সোনাগাছি, ভুয়ো খবর উড়িয়ে জানালেন যৌনকর্মীরা
মাটি দেবেন সোনাগাছির পতিতাপল্লির যৌনকর্মীরা। দুর্গোপুজোয় তিলোত্তমায় বিশৃঙ্খলতা তৈরি হতে দেবেন না তাঁরা। অভিযুক্তের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলে শামিল হচ্ছেন সমাজের নানা ক্ষেত্রের মানুষ। প্রতিবাদ মিছিল করেছেন সোনাগাছির যৌনকর্মীরাও। তারপরেই সামাজিক মাধ্যমে রটে যায় একটি ‘পোস্ট।’ “দুর্গাপুজোয় লাগে যৌনপল্লির মাটি। আর জি কর কাণ্ডের জেরে যৌনকর্মীরা নাকি সিদ্ধান্ত নিয়েছেন তারা মাটি দেবেন না!” বিগত কয়েকদিন ধরে এমন […]