মেঘালয়ের পূর্ব গারো পার্বত্য জেলা থেকে উদ্ধার অসমের তিন যুবকের দগ্ধ মৃতদেহ

প্রতিবেশী রাজ্য মেঘালয়ের পূর্ব গারো হিলস জেলায় অসমের তিন যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাটিতে আংশিক পুঁতে রাখা লাশের বিষয়ে পুলিশ জানায়, একই এলাকার রংমিলে একটি পোড়া গাড়িও পাওয়া গেছে। বুধবার জারি করা বিবৃতি অনুসারে, পুলিশ জানিয়েছে, তিনজন একই গাড়িতে অসমের গোয়ালপাড়া জেলা থেকে মেঘালয়ে প্রবেশ করেছিল। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (২৫), জামুর আলী (৩৫) ও তাদের চালক নুর আহমেদ, ডলগুমা, গোয়ালপাড়ার বাসিন্দা।

error: Content is protected !!