বরানগরে বন্ধ ঘরের ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নববর্ষের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী বরানগর। একটি বাড়ি থেকে তিনজনের পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিরঞ্জন সেন নগর এলাকায় একটি বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)। আত্মহত্যা, নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে বাড়ির ভিতর থেকে রবিবার সকালে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রাই খবর দেয় পুলিশে। তালা ভেঙে ঘরে ঢুকে পুলিশ দেহগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান।  অন্য এক জনের সঙ্গে সম্পর্কের নাকি এই পদক্ষেপ করেন তিনি। নাতি দেবপর্ণ নার্ভের সমস্যা। দীর্ঘ দিন ধরেই অবসাদে ভুগছিল সে। অভিজিতের একটি হার্ডওয়্যারের দোকান ছিল। শংকর বাবু বরানগর পুরসভায় কাজ করতেন। দেবপর্ণ দশম শ্রেণির ছাত্র।

error: Content is protected !!