অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩, আশঙ্কাজনক ২

বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলায় মুসুনুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন গাড়ির যাত্রীরা। সামনের একটি লরিকে ওভারটেক করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেপরোয়া গতিতেই যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তিনজনের মধ্যে দুইজন মহিলা। আহতরা এখনও চিকিৎসাধীন।

error: Content is protected !!