বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলায় মুসুনুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন গাড়ির যাত্রীরা। সামনের একটি লরিকে ওভারটেক করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেপরোয়া গতিতেই যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তিনজনের মধ্যে দুইজন মহিলা। আহতরা এখনও চিকিৎসাধীন।
Related Posts
দিল্লিতে পড়ুয়া মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন, গাফিলতির কারণে সিল করা হল আরও ১৩টি কোচিং সেন্টার
নিরাপত্তার গাফিলতিতে কারণে আরও ১৩টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি প্রশাসন ৷ এই তালিকায় আছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি এবং আরও বেশ কয়েকটি। এই সমস্ত কোচিং সেন্টারগুলি বেসমেন্টে তাদের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল ৷ পুরপ্রশাসনের সেগুলি নজরে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলি ৷ দিল্লিতে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের […]
মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় মার্কিন মহিলা উদ্ধার করল পুলিশ
স্থানীয় বাসিন্দা এদিন জঙ্গলে গিয়ে ওই মহিলাকে প্রথম দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখতে পায় অসুস্থ মহিলার জলে ভিজে পড়ে রয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ওরোস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গোয়ায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাকে বেশ অনেকদিন ধরেই শিকলবন্দি করে রাখা হয়ছিল তাই তাঁর […]
মুম্বইয়ে UPSC-র ছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ছুঁড়ে লুটপাট চালালো দুই দুষ্কৃতি
UPSC-র প্রস্তুতি নিচ্ছেন এক ছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ছুড়ে ছিনতাইয়ের ঘটনা। দুই চোর প্রথমে মেয়েটির গায়ে দাহ্য পদার্থ ছুড়ে পরে তার ল্যাপটপ লুট করে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বসবাসকারী এই তরুণী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে কল্যাণ পূর্বের পার্কিং এলাকায়, যেখানে অভিযুক্তরা মেয়েটিকে একা পেয়ে দাহ্য পদার্থ ছুড়ে ফেলে এবং তার ল্যাপটপ চুরি করে। এ […]