গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক ৷ এর মধ্যে একটা ঘটনা উত্তরপাড়ার ও একটি মগরার ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা (২৫) ও সুমন শেখর (২৯) ৷ মগরায় তলিয়ে যাওয়া যুবক হল দেবোত্তম সাহা (২২) ৷ উত্তরপাড়া ও মগরা থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর পাঠিয়েছে । কীভাবে তাঁরা তলিয়ে গেল তা খতিয়ে দেখা যাচ্ছে । মগরায় বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছে । স্পিডবোট নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । প্রথম ঘটনাটি ঘটেছে, উত্তরপাড়া কলেজ ঘাটে ৷ সেখানে স্নান করতে নেমেছিল চার যুবক । অভিমন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার । জানা গিয়েছে, প্রত্যেকেই ভিনরাজ্যের বাসিন্দা । উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লিতে বাড়ি তাঁদের । এরা সকলেই বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এ রাজ্যে এসেছিলেন । দুপুর ১টা নাগাদ গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বিঞ্জু সাউ ৷ তাঁর কথায়,”জোয়ার চলছিল সেই সময় । চার যুবক স্নান করতে নামে । একজনকে তলিয়ে যেতে দেখে বাকি তিন বন্ধু তাঁকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে । এতে চারজনই তলিয়ে যেতে থাকে । স্থানীয় মানুষজন দু’জনকে উদ্ধার করলেও অভিমুন্যু শর্মা আর সুমন শেখর তলিয়ে যায় । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে উদ্ধার হওয়া দু’জনকে চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।” অন্যদিকে, ত্রিবেণী রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে এবং সেখানে এদের একজন তলিয়ে যায় । তলিয়ে যাওয়া যুবকের নাম দেবোত্তম সাহা (২২) । দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বাড়ি হলেও পড়াশোনার জন্য মগরার জয়পুরে মাসির বাড়িতে থাকতেন তিনি । মগরার বাঘহাটি কলেজের প্রাক্তন ছাত্র তিনি । খবর পেয়ে বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন । পুলিশকে খবর দেন ।
Related Posts
আগামীকাল বারাসত ও মথুরাপুরের ২টি বুথে পুনর্নির্বাচন, জানাল কমিশন
জানা গিয়েছে, গত ১ জুন রাজ্যে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে। অন্যদিকে উপনির্বাচন হয়েছে বরানগর কেন্দ্রে। রবিবার ছিল চূড়ান্ত ভোটদানের শতাংশ প্রকাশের দিন। তবে এদিন সন্ধেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ১৭ নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের […]
ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায়, সিসিটিভি ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করল পুলিশ
ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। ধৃতদের নাম সাবিরুল মোল্লা ও সৈকত মণ্ডল। সিসিটিভির ফুটেজ দেখার পরেই এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দু’জনকে বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। রবিবারের সকালে ভাঙড়ের ভরা বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে […]
নামতেই পারল না কপ্টার, খারাপ আবহাওয়ার জন্য শিলিগুড়ি পৌঁছেও অমিত শাহের দার্জিলিংয়ে সভা বাতিল
দ্বিতীয় দফার ভোটের প্রচারে বাংলায় দ্বিতীয়বার এসেও সভায় উপস্থিত থাকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবাসরীয় দুপুরে দার্জিলিংয়ের সভা বাতিল করে, শিলিগুড়ি থেকেই ফিরে গেলেন তিনি। তবে যাওয়ার আগে বার্তা দিতে ভোলেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ে পৌঁছতে না পেরে ফোন মারফত বার্তা পাঠালেন তিনি। মাইকের সামনে ফোন রেখে সেই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে […]