আগামী ২৬ এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক’টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল দার্জিলিঙে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দার্জিলিঙে নির্বাচনী প্রচার সারবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ দ্বিতীয় দফার প্রচারের আগে রাজ্যে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সভা করবেন শৈলরানিতে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি।দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে নির্বাচন । ২০১৯ লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি’র টিকিটে জিতেছিলেন রাজু বিস্তা। রাজনৈতিক প্রেক্ষিতে দার্জিলিং বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের পাশাপাশি রয়েছে পৃথক রাজ্যের বিষয়টিও। সাধারণত দেখা যায় দার্জিলিঙে একই প্রার্থীকে দু’বার ভোটের টিকিট দেওয়া হয় না ৷ কিন্তু মিথ বদলে এবারেও রাজু বিস্তাতে টিকিট দিয়েছে গেরুয়া শিবির ৷দার্জিলিং কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি’র প্রচারে তাই ভরসা শাহ, যোগী ও রাজনাথরা ৷ পদ্ম শিবিরের এই তিন হেভিওয়েট নেতাকে পাঠিয়ে পাহাড়ে পদ্ম ফোটানোর পক্রিয়া জারি রাখতে চাইছে তারা ৷
Related Posts
নারী-অপরাধের তদন্তে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
আর জি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিমকোর্টে প্রশ্ন মুখে পুলিশের ভূমিকা। তদন্ত পদ্ধতি নিয়ে বার বার ভর্ৎসিত হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। মহিলা শিশু ও মহিলা সংক্রান্ত কোনও অপরাধ ঘটলে কী কী করতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে এই নির্দেশিকায়। আর জি কর কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে রাজ্য […]
ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়, আক্রান্ত ৪ বছরের শিশু
ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়। আক্রান্ত রাজ্যের ৪ বছরের এক শিশু। ২০১৯ সালে দেশে একজনের শরীরে মেলে বার্ড ফ্লুর ভাইরাস। তার পর বাংলায় ওই ৪ বছরের শিশুর শরীরে মিলেছে H9N2 ভাইরাস। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানাচ্ছে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর ও পেটে ব্যথা নিয়ে ওই শিশুটি গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি […]
প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী
আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন আসনে শান্তিপূর্ণ ভোট করানটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তবে রাজ্যে প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ১৭৭ কোম্পানি রয়েছে রাজ্যে। আরও ১০০ কোম্পানি বাহিনী সম্ভবত পরের সপ্তাহেই চলে আসবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই। সমস্ত বুথের […]