বৃহস্পতিবার সকালে বিহারের রাজধানী পাটনায় রেলওয়ে জংশনের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এতটাই তীব্র যে তা আশেপাশের ভবনগুলোকেও গ্রাস করেছে। আগুন আশেপাশের তিনটি হোটেলে পুড়ে যায়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাল হোটেল থেকে একটি লাশ বের করা হয়েছে। পাশের অমৃত হোটেল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনটি আগুন ও ধোঁয়ায় ভরে যায়। আগুন হোটেল সংলগ্ন বিল্ডিংয়েও পৌঁছে এবং উভয় ভবন থেকে শুধু আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এতে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে পিএমসিএইচে ভর্তি করা হয়েছে। জানা গেছে, স্টেশন রোডের কাছে অবস্থিত পাল হোটেলে হঠাৎ আগুন লাগে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। হোটেলে অনেকের আটকে থাকারও আশঙ্কা রয়েছে। ফায়ার ব্রিগেডের দল আটকে পড়াদের উদ্ধার করছে।
Related Posts
দিল্লির জগতপুরী বাসস্ট্যান্ডে বাসে ভয়াবহ আগুন
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দিল্লির জগতপুরী বাসস্ট্যান্ডে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাসে। ওই বাসে ৪০জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সকলেই নিরাপদ ও অক্ষত। বাসে আগুন লাগার পরেই খুব দ্রুত ৪০ যাত্রীকে নামিয়ে নেওয়া হয়। তবে এভাবে রাজধানীর বুকে হঠাৎ […]
খসে পড়ল বিমানের ধাতব টুকরো, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার
আকাশ থেকে ধাতব টুকরো পড়ার আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরিনের উদ্দেশে একটি বিমান রওনা দেয় ৷ যে আকাশ পথ দিয়ে সেটির যাওয়ার কথা ছিল তার কাছেই ওই ঘটনা ঘটে ৷ তারপরেই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই ধাতব অংশ বাহরিনগামী বিমানেরই ছিল ৷ সেটি আকাশে ওড়ার ২২ মিনিটেই জরুরি অবতরণ করানো হয় ৷ […]
উদ্ধব-পওয়ারের সঙ্গে দেখা করে INDIA জোট নিয়ে আত্মবিশ্বাসী মমতা, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারেও আসবেন
অম্বানিদের বিয়ের আমন্ত্রণে গিয়ে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিকেলে তৃণমূল সুপ্রিমো শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীতে যান ৷ সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারের কথাও জানান ৷ এরপর মাতোশ্রী থেকে বেরিয়ে এনসপি প্রধান […]