পাটনা জংশনের সামনে পাল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

বৃহস্পতিবার সকালে বিহারের রাজধানী পাটনায় রেলওয়ে জংশনের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এতটাই তীব্র যে তা আশেপাশের ভবনগুলোকেও গ্রাস করেছে। আগুন আশেপাশের তিনটি হোটেলে পুড়ে যায়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাল হোটেল থেকে একটি লাশ বের করা হয়েছে। পাশের অমৃত হোটেল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনটি আগুন ও ধোঁয়ায় ভরে যায়। আগুন হোটেল সংলগ্ন বিল্ডিংয়েও পৌঁছে এবং উভয় ভবন থেকে শুধু আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এতে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে পিএমসিএইচে ভর্তি করা হয়েছে। জানা গেছে, স্টেশন রোডের কাছে অবস্থিত পাল হোটেলে হঠাৎ আগুন লাগে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। হোটেলে অনেকের আটকে থাকারও আশঙ্কা রয়েছে। ফায়ার ব্রিগেডের দল আটকে পড়াদের উদ্ধার করছে।

error: Content is protected !!