দক্ষিণবঙ্গে রবিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টি হবে। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার বাংলা জুড়েই বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। যার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
Related Posts
কালীঘাট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা
ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা। বুধবার রাত ৯টা ১৩ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিকই রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। রাত ১০.১০ মিনিটে ডাউন লাইনেও মেট্রো […]
বন্যা বাড়ছে, রোগ বাড়ছে, কাজে ফিরুন, আপনাদের দরকার, আহ্বান মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়ে বলেন, রাজ্যে বন্যার পরিস্থতি। খানাকুলে ৩৫ জন আটকে রয়েছেন। জলস্রোত বেশি। রাতে সম্ভব নয়। আজ, মঙ্গলবার এনডিআরএফ ও এসডিআরএফ টিম পাঠানো হবে উদ্ধারকাজে। ডিভিসি পাঞ্চেত ও তেনুঘাট থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় এই পরিস্থতি তৈরি হয়েছে। বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে তিনবার […]
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নয়া অধ্যক্ষ সহ ৪ জনকে সরিয়ে দিল রাজ্য
জুনিয়র ডাক্তারদের চাপের সামনে মাথানত করল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরিয়ে দিল রাজ্য সরকার। বুধবার রাতের দিকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পাশাপাশি নবনিযুক্ত সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিসট্যান্ট […]