সপ্তম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দুদিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। ১ জুন ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতেও। আগামী ৪৮ ঘণ্টা মোদির ধ্যান করার কথা বিবেকানন্দ রকে। প্রধানমন্ত্রীর ধ্যানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাহি আয়োজন করা হয়েছে কন্যাকুনারীতে। বৃহস্পতিবার থেকেই পর্যটকদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় দু’হাজার পুলিশ। বিবেকানন্দ রক পরিদর্শন করে এসেছেন কেন্দ্রীয় সংস্থার এজেন্সিরাও। তাছাড়া প্রস্তুত রাখা হয়েছে নৌসেনাকেও। এর আগের দুবার লোকসভা নির্বাচনের আগেও প্রচার শেষে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে কেদারনাথ এবং ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। কথিত আছে, বিবেকানন্দ রক মেমোরিয়ালের এই স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ।
Related Posts
অনির্দিষ্টকালের জন্য কার্ফু মণিপুরের ৩ জেলায়, ৫ দিনের জন্য নিষিদ্ধ ইন্টারনেট পরিষেবা
বিজেপি শাসিত মণিপুরে সংঘাত আবার বেড়েছে, সাম্প্রতিক হিংসা এবং বিক্ষোভের ঘটনাগুলি অশান্তি বাড়িয়েছে। রাজ্যে হিংসা বৃদ্ধির কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবাল জেলায় মঙ্গলবার ১১টা থেকে কার্ফু জারি করা হয়েছে। “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি” উল্লেখ করে কার্ফু জারি করেছে। ইম্ফল পশ্চিম প্রশাসন প্রয়োজনীয় পরিষেবা এবং মিডিয়াকে অব্যাহতি দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত “কোনও ব্যক্তি […]
এবার বাতিল করা হল বিজ্ঞানের CSIR UGC NET-ও, ফের প্রশ্নের মুখে NTA এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
উজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় সামনে আসা মাত্রই এবার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও বাতিল কর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ৷ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিতে গবেষক এবং অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করতে হয় ছাত্রছাত্রীদের৷ শুক্রবার এনটিএ-এর তরফে জারি করা সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৫ জুন এবং ২৭ জুন যে জয়েন্ট সিএসআইআর নেট […]
এবার ভাঙন বিজেপির প্রধান ক্ষেত্র রাম-জন্মভূমি অযোধ্যাতে
দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, ক্ষোভ-বিক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। এমনই একটি গোষ্ঠী কোন্দলের খবর এসেছে দেশের রাজনীতিতে বিজেপির বিস্তারের প্রধান ক্ষেত্র রাম জন্মভূমি অযোধ্যা থেকেই। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ফৈজাবাদের প্রাক্তন সাংসদ লাল্লু সিং-এর এক সভাত্যাগের ঘটনায়। উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের আগে দলের সদস্যপদ অভিযান শুরু করার […]