সপ্তম দফা নির্বাচনের আগে কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী মোদি, নিরাপত্তায় ২ হাজার পুলিশ-নৌসেনা

সপ্তম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দুদিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। ১ জুন ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতেও। আগামী ৪৮ ঘণ্টা মোদির ধ্যান করার কথা বিবেকানন্দ রকে। প্রধানমন্ত্রীর ধ্যানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাহি আয়োজন করা হয়েছে কন্যাকুনারীতে। বৃহস্পতিবার থেকেই পর্যটকদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় দু’হাজার পুলিশ। বিবেকানন্দ রক পরিদর্শন করে এসেছেন কেন্দ্রীয় সংস্থার এজেন্সিরাও। তাছাড়া প্রস্তুত রাখা হয়েছে নৌসেনাকেও। এর আগের দুবার লোকসভা নির্বাচনের আগেও প্রচার শেষে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে কেদারনাথ এবং ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। কথিত আছে, বিবেকানন্দ রক মেমোরিয়ালের এই স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ।

error: Content is protected !!