শিয়ালদা স্টেশন সম্প্রসারণের জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার টিটাগড়ের বাসিন্দা আলি হাসান (২২) নামে এক যুবকের চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়। ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকায় শুক্রবার কর্মস্থলে পৌঁছতে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। বিশেষ করে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখার যাত্রীদের এদিন চূড়ান্ত নাকাল হতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে টিটাগড় স্টেশন থেকে ট্রেনে ওঠার চেষ্টা করেন আলি হাসান। তবে তখন ট্রেনের ভিতরে তিল ধারণের জায়গা ছিল না। ট্রেন চলতে শুরু করলেও দরজায় ঝুলতে থাকেন তিনি। কিছুক্ষণ পর খড়দা ও টিটাগড়ের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের তরফে জানানো হয়েছে, যুবক টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা। কাজে কলকাতা যাচ্ছিলেন তিনি। শিয়ালদহ স্টেশন সম্প্রসারণের কাজের জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ – ৫ নম্বর প্ল্যাটফর্ম। এর ফলে বহু ট্রেন দমদম স্টেশন পর্যন্ত চলছে। কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন ট্রেনগুলিকে কলকাতা স্টেশন থেকে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
Related Posts
পাঁচ বছর পর শালতোড়ের গ্রামে গিয়ে তাড়া খেলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার
হলদিয়ার এক বুথ গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। বিক্ষোভের মুখে পড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণও। তাঁর রাস্তা আটকে দেওয়া হয়। অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক স্লোগান উঠছে। এবার বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষজন। শালতোড়ার ঝনকা প্রাইমারি স্কুলের ১৮২ নম্বর বুথে উত্তেজনা ছড়াল সুভাষ সরকারকে ঘিরে। স্থানীয় […]
ভূপতিনগরে গ্রেফতার হওয়া ২নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ-র গাড়িতে হামলা চালালো গ্রামবাসীরা
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এ দিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷ অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে […]
বেশিরভাগ কারখানা বন্ধ, যুবকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, বাংলার এই দুর্দশা কে করল’? বাম-কংগ্রেস-তৃণমূলকে একযোগে তোপ মোদির
শেষ দফার ভোটের আগে বাংলায় মোদি। আগামী শনিবার সপ্তম দফায় ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। বারাসাত কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সমর্থনে অশোকনগরে সভা করলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার। মোদি বলেন, ‘স্বাধীনতার আগে একটা সময় ছিল, যখন সারা দেশ থেকে লাখো লাখো মানুষ বাংলায় কাজ করতে আসত। আজ বাংলায় বেশিরভাগ কারখানা […]