ভোটের সকাল থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালির একাংশ, ফাটল মাথা

শেষ দফা লোকসভা ভোটের দিন বাংলার ৯ কেন্দ্রের মধ্যে বাড়তি নজর ছিল বসিরহাটের দিকে। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। শনিবার ভোটের সকালে দেখা গেল যথারীতি সন্দেশখালির কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অশান্তি। জানা গিয়েছে, এলাকায় ২ নং ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৭৭ নং বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডল ও তাঁর স্বামী রামকৃষ্ণ মণ্ডলের উপর হামলার ঘটনা ঘটে। রিভলবারের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় রামকৃষ্ণকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর পালটা তৃণমূলের তরফেও বিজেপি কর্মী, সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে। এক বিজেপি কর্মী মাথা ফেটে যায়। চারটি বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।ভাঙচুর হল বাইক, গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও বসিরবহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর দাবি, সন্দেশখালিতে তৃণমূল অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু লাভ নেই।

error: Content is protected !!