ষষ্ঠ দফার ভোটের মাঝে ভোট চুরির অভিযোগ, পশ্চিমবঙ্গের রঘুনাথপুরে বিজেপির ট্যাগ লাগানো ৫টি ইভিএম উদ্ধার

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৮ আসন মিলিয়ে দেশের ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ। বাংলার আট আসন হল- বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘটাল। এবার সরাসরি ভোটে কারচুপি করার অভিযোগ উঠল। শনিবার বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব হল তৃণমূল । ষষ্ঠ দফার ভোট চলাকালীন বাঁকুড়ার রঘুনাথপুরে একটি ভোটকেন্দ্রে ইভিএম-এর গায়ে দেখা গেল বিজেপির ট্যাগ ঝুলছে। ওই ভোটকেন্দ্র থেকে বিজেপির ট্যাগ সহ মোট ৫টি ইভিএম উদ্ধার হয়েছে বলে অভিযোগ তুলেছে শাসক দল।

error: Content is protected !!