সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে। এ বার এই ভিডিওগুলিকে (যেগুলির সত্যতা যাচাই করেনি City Next News) সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল। রেখার বিরুদ্ধে ‘পদের অপব্যবহার’ করার অভিযোগ তুলে ফৌজদারি মামলা রুজু করারও দাবি তোলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ভিডিয়োয় এক ‘নির্যাতিতা’ অভিযোগ করেছেন যে, সন্দেশখালিতে ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল। তৃণমূলের বক্তব্য, এক মহিলা অভিযোগ করেছেন যে, দিল্লির মহিলা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালিতে গিয়ে সাদা কাগজে ধর্ষণের মিথ্যা অভিযোগে সই করিয়ে নিয়েছেন। মহিলা কমিশনের প্রধান হিসাবে রেখার পদের অপব্যবহার করার দৃষ্টান্ত হিসাবে এই অভিযোগটিকেই সামনে রাখছে বাংলার শাসকদল। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করেও রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র শশী পাঁজাও রেখার বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের দিয়ে ধর্ষণের ‘মিথ্যা অভিযোগ’ দায়ের করানোর অভিযোগ আনেন।তৃণমূলের দাবি, সন্দেশখালির গোটা ঘটনাপ্রবাহে রেখা একজন ‘চক্রান্তকারী’। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাতে চলেছে তৃণমূল। সন্দেশখালিতে শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের উপর নির্যাতন করার অভিযোগ ওঠার পরেই সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা। সেই সময় রেখা বলেছিলেন, “দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে। ১৮টা অভিযোগ পেয়েছি। দু’জন ধর্ষণের অভিযোগ জানিয়েছে। পুলিশের উপর মানুষের আস্থা নেই। আমাকে ধরে গ্রামের মহিলারা কাঁদছেন। রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও উপায় নেই।’’
Related Posts
স্ত্রীর মৃত্যু জের! আইসিইউতেই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী অসমের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল
আইসিইউতেই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি! এই মর্মান্তিক ঘটনার পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটালেন অসমের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শিলাদিত্য চেতিয়া। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন শিলাদিত্য চেতিয়ার স্ত্রী আগামোনি বরবারুয়া। সুস্থ করে তোলার জন্য ইনটেনসিভ কেয়ারে প্রাণপণ চেষ্টা করছিলেন […]
২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বম্বে হাইকোর্টের
মানুষের অবাধে বক্তব্য পেশ করার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রই কেবল সত্যিটা জানে। এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়। তথ্যপ্রযুক্তি আইন সংশোধন প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের । সেই সঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বিচারপতি অতুল চান্দুরকারের। তাঁর মতে, নাগরিকদের অবাধে বক্তব্য পেশ করা ও মনোভাব প্রকাশ করার অধিকার আছে। কিন্তু সত্য সম্পর্কে নয়। […]
ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, ঝাড়খণ্ডে লাইনচ্যুত হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, মৃত ২, আহত বহু
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরের দিকে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন। মঙ্গলবার চক্রধরপুর রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২০ জন। তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। […]