সপ্তম দফার ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের বাড়ি থেকে সরাসরি মিত্র ইনস্টিটিউশনে আসেন অভিষেক ৷ সেখান থেকেই ভোট দেওয়ার পর তাঁর যাওয়ার কথা নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ৷ ভোট দেওয়ার পর অভিষেক বলেন, “সাধারণ মানুষকে বঞ্চনা করার ফল ৪ তারিখ পাবে ৷ কেন্দ্র সরকারের উপর মানুষের মোহভঙ্গ হয়েছে ৷ সব জিনিসের দাম বেড়ে গিয়েছে ৷ মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে !” পশ্চিমবঙ্গে কতগুলি লোকসভা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস, তা শেষ দফার ভোটগ্রহণের দিনে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট দেওয়ার পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ২০১৯ সালে যতগুলি আসনে জিতেছিল তৃণমূল, সেটা ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে। আজ যে ন’টি আসনে নির্বাচন হচ্ছে, সেটার উপর নির্ভর করছে যে গতবারের থেকে তৃণমূলের আসন সংখ্যা কতটা বাড়বে।তিনি আরও বলেন, ‘আমার যা মনে হয় …..। আমি তো জ্যোতিষী নই। অমিত শাহের মতো ভবিষ্যদ্বাণী আমি করি না যে ২০০ (আসনে জিতব বলে) ৭০-র ঘরে আটকে যাবে। তবে নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি, ছ’টি দফার যে নির্বাচন হয়েছে, তাতে তৃণমূলের আসন সংখ্যা ২২ পেরিয়ে যাবে। আজ যে যে আসনে নির্বাচন হচ্ছে, সেগুলির মধ্যে আমরা যতগুলি আসনে জিতব, সেগুলি ২০১৯ সালের থেকে ব্যবধান বাড়িয়ে তুলবে।’ এদিন অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন ?” প্রসঙ্গত, একই দিনে বারাণসীতে ভোট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, এবং ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল সপ্তম দফার এই নির্বাচনে সকলের নজর দুটি কেন্দ্রের দিকে এক বারাণসী অন্যটি ডায়মন্ড হারবার, এই নিয়ে কী বলবেন ? জবাবে অভিষেক বলেন, “আমরা দেখছি প্রধানমন্ত্রীর কেন্দ্রে কেউ নমিনেশন দিতে চাইলে তাঁকে আটকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর যদি এতটাই আত্মবিশ্বাস থাকে, তাহলে তিনি কেন তাঁর ছেলের বয়সী একজনকে মনোনয়ন দেওয়া থেকে আটকাচ্ছেন ? ওটাতো প্রধানমন্ত্রীর আসন। গোটা দেশে তাঁর নামেই বিজেপি ভোট চাইছে। সেখানে প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন ? আপনারা ডায়মন্ড হারবার দেখুন ৷ সেখানে সিপিএম নমিনেশন দিয়েছে, বিজেপি নমিনেশন দিয়েছে, আইএসএফ নমিনেশন দিয়েছে, কোথাও কাউকে আটকানো হয়নি। এমনকী ইন্ডিপেন্ডেন্ট এবং এসইউসিআই ও নোমিনেশন দিয়েছে ৷ আমরা কাউকে বাধা দিইনি। আপনি যখন বলছেন, মানুষের সমর্থন আপনার সঙ্গে রয়েছে, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন ? আপনার ভয়েই বলে দিচ্ছে, মানুষের জনমত আপনার সঙ্গে নেই।”
Related Posts
আজ বিকাল ৫টায় কালীঘাটে ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী
জুনিয়র চিকিৎসকদের ফের চিঠি। মুখ্য সচিব চিঠি দিলেন জুনিয়ার চিকিৎসকদের৷ ফের কালীঘাটের বাড়িতেই ফের বৈঠকের আহ্বান৷ আজ বিকেল পাঁচটার সময় জুনিয়র চিকিৎসকদের আসতে বলা হল কালীঘাটে৷ বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি রাজ্য। মুখ্য সচিব চিঠি দিয়ে বললেন জুনিয়র চিকিৎসকদের। এদিকে এর আগে পাঁচ দফা দাবি নিয়ে দুবার বৈঠক ভেস্তে গেছে৷ একবার নবান্নে, পরের শনিবার দিন […]
শহিদ দিবসের আগে বার্তা তৃণমূল সুপ্রিমোর
হাতে আর মাত্র একদিন। তারপরেই ২১ জুলাই। তবে এবারের একুশে জুলাই যে অন্যান্যবারের থেকে পৃথকমাত্রা যোগ করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে ২-০, ৪-০ ফলাফলে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকবে সেটা অনুমান করা হচ্ছিল। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। […]
‘ওই দিনই Postmortem না হলে রক্তগঙ্গা বইবে, হুমকি নির্যাতিতার কাকা তথা প্রাক্তন কাউন্সিলরের’, বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের
আরজিকর কাণ্ডে ময়নাতদন্তে তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। ‘রক্তগঙ্গা’ বওয়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি, তা জানাতে পারেননি ফরেনসিক মেডিসিনের […]