রাজ্যপালের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল তৃণমূল ৷ রাজ্যপালের গলায় বিজেপির পদ্ম চিহ্ন লাগানো উত্তরীয় দেখা যাওয়ার ছবি নিয়ে রাজ্য-রাজনীতিতে নতুন করে তরজা শুরু হল ৷ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে রাজ্যপালের গলায় যে উত্তরীয় ঝুলছে, তাতে বিজেপির পদ্ম চিহ্নের ব্যাচ লাগানো আছে ৷ এই ছবিটি কোন অনুষ্ঠানের, তা স্পষ্ট নয় ৷ তবে রাজভবনের অস্থায়ী কর্মীকে যৌন হেনস্তার পর নতুন বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গত ২ মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে রাজ্যপাল আনন্দের বিরুদ্ধে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ৷ তার রেশ কাটতে না কাটতে পদ্মফুল বুকে লাগিয়ে ঘোরার এই ছবি প্রকাশ্যে আনল তৃণমূল ৷ এমনিতেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের খবর প্রায় রোজ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ৷এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বঙ্গ বিজেপির সখ্যের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল ৷ তিনি কলকাতা রাজভবনে পিস রুম খুলেছেন ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের বিরুদ্ধে সরাসরি রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এতে তৃণমূল সরকারের সমান্তরাল একটি সরকার চালানোর অভিযোগও উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে ৷
Related Posts
নবান্ন অভিযান নামে অশান্তির অভিযোগে গেস্টহাউস থেকে গ্রেফতার ছাত্র সমাজের আরও ১ নেতা প্রবীর দাস
ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করল পুলিস। এনিয়ে তৃতীয়জন গ্রেফতার হল। এর আগে সায়ন লাহিড়ি ও শুভঙ্করকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার প্রবীর দাস। নবান্ন অভিযানে গোলমালের ক্ষেত্রে এদের বড় ভূমিকা ছিল। সাংবাদিক সম্মেলন করে ওই তিনজন নবান্ন অভিযানের ডাক দেয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করে ছাত্র সমাজ নামে একটি অজানা সংগঠন। সেই […]
ঈদের সকালে রেড রোডে থেকে CAA-NRC নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, দিলেন সবাইকে একজোট হয়ে থাকার বার্তা
ইদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ভোটের আবহে রেড রোড থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানিয়ে ফের সিএএ, এনআরসি ইস্যুতে বিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি মানবেন না। মঞ্চ থেকে […]
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত
সোমবার রাতেই সিবিআই গ্রেফতার করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টানা ১৫ দিন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার পর অবশেষ ২ সেপ্টেম্বর আরজি করে আর্থিক অনিয়মের মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় তাঁকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং সিবিআই আধিকারিক বেষ্টিত হয়ে এদিন সিজিও কমপ্লেক্স থেকে […]