রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলায় বিজেপির পদ্ম চিহ্ন লাগানো উত্তরীয়, ছবি পোস্ট করে পদত্যাগ দাবি করলেন কুণাল

রাজ্যপালের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল তৃণমূল ৷ রাজ্যপালের গলায় বিজেপির পদ্ম চিহ্ন লাগানো উত্তরীয় দেখা যাওয়ার ছবি নিয়ে রাজ্য-রাজনীতিতে নতুন করে তরজা শুরু হল ৷ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে রাজ্যপালের গলায় যে উত্তরীয় ঝুলছে, তাতে বিজেপির পদ্ম চিহ্নের ব্যাচ লাগানো আছে ৷ এই ছবিটি কোন অনুষ্ঠানের, তা স্পষ্ট নয় ৷ তবে রাজভবনের অস্থায়ী কর্মীকে যৌন হেনস্তার পর নতুন বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গত ২ মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে রাজ্যপাল আনন্দের বিরুদ্ধে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ৷ তার রেশ কাটতে না কাটতে পদ্মফুল বুকে লাগিয়ে ঘোরার এই ছবি প্রকাশ্যে আনল তৃণমূল ৷ এমনিতেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের খবর প্রায় রোজ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ৷এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বঙ্গ বিজেপির সখ্যের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল ৷ তিনি কলকাতা রাজভবনে পিস রুম খুলেছেন ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের বিরুদ্ধে সরাসরি রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এতে তৃণমূল সরকারের সমান্তরাল একটি সরকার চালানোর অভিযোগও উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে ৷

error: Content is protected !!