তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ জীবনতলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যেরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন। টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল বলে অভিযোগ। জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Related Posts
শীঘ্রই দিঘায় শুরু হতে চলেছে ‘সি ক্রুজ’ পরিষেবা!
শীঘ্রই ‘সি ক্রুজ’ শুরু হতে চলেছে দিঘায়। এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুত দিঘায় ‘সি ক্রুজ’ পরিষেবা চালু করতে চাইছে দিঘা-শংকরপুর উন্নয়ন কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে যাওয়া হয়েছে। ফিটনেস সার্টিফিকেট এসে গেলেই পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে। যদিও সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ‘সি ক্রুজ’ থেকে দিঘার সূর্যোদয় এবং সূর্যাস্তের উপভোগ […]
ফের রাজ্যে ইডির তৎপরতা! বেলঘড়িয়া, হাওড়া সহ একাধিক জায়গায় তল্লাশি
ফের রাজ্যে ইডির তল্লাশি। দিল্লির সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধকারিকরা। তল্লাশি চলছে হাওড়া এবং বেলঘরিয়ায়। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চলছে বলে খবর। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘিরে ফেলেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দিল্লির সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট […]
বারুইপুরে তুমুল বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, উঠল গো-ব্যাক স্লোগানও
যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। বারুইপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সৃজন। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের ১১৮ নম্বর বুথ, বেলেগাছিতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাঁকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। […]