সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চাপে পড়ে যায় বঙ্গ বিজেপি। গোটা পরিকল্পনার নাটের গুরু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলেন সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও বিজেপি নেতারা দাবি করে যাচ্ছেন এটা ভুয়ো। কিন্তু আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু–সহ আরও কজন বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, মিথ্যে ধর্ষণের অভিযোগ করার জন্য। সন্দেশখালির বিজেপি নেতাদের সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে। এই ঘটনায় এখন বিজেপির অস্বস্তি চরমে পৌঁছেছে। কারণ গোটা বিষয়টি একটা সুন্দর সাজানো ষড়যন্ত্র এখন তা প্রকাশ হয়ে গিয়েছে। যদিও স্টিং অপারেশনের ভিডিয়ো যাচাই করে দেখেনি বঙ্গনিউজ ডিজিটাল। তবে তিনজন মহিলা এবার সরাসরি এই দাবি করেছেন সংবাদমাধ্যমের সামনে। তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। পরে পুলিশ নোটিশ বাড়িতে দিতে তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ ওই নোটিশে লেখা ছিল, তাঁরা ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই মিথ্যে সাজানো অভিযোগ শোনা গিয়েছে বিজেপি নেতার মুখে। সেটাই এবার তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনে।
Related Posts
‘অগাস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক’, নববর্ষের প্রাক্কালে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
চলতি বছরে আগস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক। নববর্ষের প্রাক্কালে কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী বলেন, অগাস্ট মাসের মধ্যে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কাজ শেষ হবে। নির্মাণের কাজ শেষ হলেই জনসাধারণের জন্য তা চালু করে দেওয়া হবে। চৈত্র সংক্রান্তিতে প্রতিবছরের মতো এবারও কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর […]
ফের বিয়ের পিঁড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি। স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় দুদনের মধ্যে তিক্ততা ছড়ায়। কারণ তাঁর প্রাক্তন স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন। এদিন সৌরভ ও ডোনা থাকতে পারেননি। রবিবার দুপুরে স্নেহাশিস ও […]
ওরা ইডি, সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল, আমরা গরীব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলামঃ অভিষেক
২১ জুলাই তৃণমূলের স্মরণ সভাস্থলে পৌঁছে প্রথমে শহিদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই মঞ্চে ওঠেন তিনি। অভিষেকের কথায় বার বার উঠে এল সদ্য লোকসভা ভোটে জয়ের প্রসঙ্গ। ২৪-এর লোকসভা ভোটের অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সন্দেশখালি। ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেকের কথায় উঠে এল সেই সন্দেশখালির প্রসঙ্গ। অভিষেক বলেন, ‘‘সন্দেশখালিকে হাতিয়ার করেছিল। সেই লোকসভা বসিরহাটে […]