সুপ্রিমকোর্টে জামিন পাওয়ার পর সেই জীবনকৃষ্ণ দাবি করলেন, তিনি মোবাইল পুকুরে ফেলেননি! সেই সঙ্গে বিধায়ক জানালেন, তাঁর কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। সব প্রমাণ দিয়ে দেবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন। অভিযোগ উঠেছিল, বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দু’টি ছাদ থেকে ছুড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। দু’দিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে জল তুলে, কাদা ঘেঁটে মোবাইল দু’টি উদ্ধার করে সিবিআই। পরে আদালতেও বিষয়টি জোর তরজা হয়। আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ‘‘সবটাই সিবিআইয়ের সাজানো ঘটনা। জীবনকৃষ্ণ ফোন পুকুরে ফেলেননি।’’ জীবন নিজেও প্রথম থেকে সে কথাই দাবি করে এসেছেন। বুধবার আলিপুর আদালতেও সেই কথাই বললেন বিধায়ক।জীবনের দাবি, তিনি পুকুরে মোবাইল ফেলেননি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করেন তিনি। বিধায়ক বলেন, ‘‘সময় এলেই সব প্রমাণ করে দেব।’’ বিধায়কের এক ঘনিষ্ঠ জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিবিআই ফোনটা বাজেয়াপ্ত করছে। এক আধিকারিক ফোনটিকে পাশেই রাখছেন। সেখান থেকে অন্য আর এক জন ফোনটি তোলেন। ঘনিষ্ঠের দাবি, ‘‘জীবনকৃষ্ণ যেখানে ছিলেন, সেখান থেকে পুকুরে ফোন ফেলার কোনও সুযোগ ছিল না।’’ যদিও এখনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি জীবন। বলেন, ‘‘বিচারাধীন বিষয়। তাই কিছু বলব না।’’২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে বিধায়কের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জীবন। সুপ্রিম কোর্ট তৃণমূল বিধায়ককে শর্তসাপেক্ষেই জামিন দিয়েছে।
Related Posts
দ্বিতীয় দফায় প্রচারে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথ
আগামী ২৬ এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক’টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী […]
দুর্গাপুরে দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান
সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ পৌঁছনোর পরেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দিলীপকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। বিজেপি কর্মীদের […]
বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মঞ্চে শুভেন্দু অধিকারী
উত্তরবঙ্গের মালবাজারে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় উপস্থিত থাকলেন পাহাড়ের অন্যতম মুখ বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন বিজেপির দিকে গিয়েছে। এই কথা আগেই সামনে এসেছিল। এবার বিজেপির সভায় উপস্থিত থাকলেন বিমল গুরুং। তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল বিমল গুরুংয়ের। পাহাড়ে তিনি বিজেপিকে সমর্থন করছেন কী না। তাই নিয়ে জোর চর্চা […]