সুপ্রিমকোর্টে জামিন পেল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

লোকসভা ভোটের মাঝেই জামিন পেলেন অভিযুক্ত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তাঁর হয়ে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ও অনির্বাণ গুহ ঠাকুরতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। 

error: Content is protected !!