লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় । শুক্রবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে বোমাবাজির পর ওই এলাকা পরিদর্শন করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা । সেখানে গিয়ে বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত । পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে ।” শওকতের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেও অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল । বৃহস্পতিবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে ৷ ঘটনায় গুরুতর আহত হন ১০ জন ।শওকত মোল্লা আরও বিস্ফোরক দাবি করে জানান, যত সমাজবিরোধী তাদেরকে একত্রিত করে বোমা বাঁধার কাজ করা হচ্ছে । এদেরকে পিছন থেকে অর্থের যোগান দিয়ে সাহায্য করা হচ্ছে আইএসএফের তরফে । রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই না করে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে ৷ ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনের আগে হয়েছিল ।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ভাঙড়ের ভোগালি 1 এবং 2-এর বানিয়ারা গ্রামে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ।
Related Posts
গভীর রাতে মালদায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬
মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত একজনকে মালদায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় […]
পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিতে ‘মত্ত’ সিভিকের বাইক নিয়ে ধাক্কা ব্যারিকেডে, জোড়া এফআইআর দায়ের করল পুলিশ
পুলিশের জোড়া এফআইআরে সিঁথির মোড়ের সামনে অবরোধ উঠল প্রায় সাড়ে চার ঘণ্টা পর। ‘মত্ত’ সিভিকের বিরুদ্ধে ভোর প্রায় সাড়ে তিনটে থেকে সিঁথির মোড়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন আরবিইউয়ের পড়ুয়ারা। জানা গিয়েছে, শনিবার রাতে পড়ুয়ারা আরজি কর হাসপাতালের ঘটনায় এক প্রতিবাদ কর্মসূচি করছিলেন। সেই সময় দ্রুত গতিতে বাইক নিয়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে এক সিভিক ভলেন্টিয়ার। বাইক […]
মালদায় নদীবাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম
বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। গঙ্গার জলে প্লাবিত একের পর গ্রাম। বাঁধ ভাঙার ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মালদা মানিকচক ব্লকের ভূতনির একাধিক এলাকা। গঙ্গার জল ঢুকে ক্ষতিগ্রস্ত কৃষিজমি। এমনকী লোকালয়েও বন্যার জল ঢুকতে শুরু করেছে। ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। হঠাৎ অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার ফলে সংরক্ষিত এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে। […]